Wedding Viral

জন্মদাগ দেখে সন্দেহ মহিলার, পুত্রের সঙ্গে যাঁর বিয়ে হচ্ছে তিনি যে হারিয়ে যাওয়া কন্যা! তবু বিয়ে হয়েই গেল ‘ভাই-বোনের’

সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আনন্দঘন অনুষ্ঠান আবেগঘন হয়ে ওঠে বরের মা কনের আসল পরিচয় জানার পর। পাত্রীর জন্মদাগ দেখে সন্দেহ হয় পাত্রের মায়ের!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ০৯:২২
Woman discovers would be daughter in law is her long lost biological daughter at son’s wedding, what happens next

—প্রতীকী ছবি।

পুত্রের বিয়েতে কনেকে দেখে কেঁদে ফেললেন মা। জন্মদাগ দেখে বুঝতে পারলেন, পাত্রী আসলে তাঁরই হারিয়ে যাওয়া কন্যা। তার পরেও বিয়ে হল ‘ভাই-বোনের’! কী ভাবে? অবিশ্বাস্য মনে হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে ঘটনাটি ঘটেছিল চিনের সুঝোয়। সেই বিয়ের ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। নতুন করে হইচই ফেলেছে বিষয়টি।

Advertisement

সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বিয়ের আনন্দঘন অনুষ্ঠান আবেগঘন হয়ে ওঠে বরের মা কনের আসল পরিচয় জানার পর। বরের মা কনের শরীরে একটি জন্মদাগ দেখতে পান, যা হুবহু তাঁর নিখোঁজ মেয়ের শরীরে থাকা জন্মদাগের মতো দেখতে। সন্দেহ হয় মহিলার। সঙ্গে সঙ্গে পাত্রীকে আলাদা ঘরে নিয়ে যান পাত্রের মা। জিজ্ঞাসা করেন, তিনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন কি না এবং এখন তিনি যে পরিবারের কন্যা তারা তাঁকে দত্তক নিয়েছিলেন কি না। তা শুনে ঘাড় নাড়িয়ে সম্মতি জানান তরুণী কনে। এর পরেই কেঁদে ওঠেন মহিলা। বুঝতে পারেন, কয়েক দশক আগে যে শিশুকন্যাকে তিনি হারিয়েছিলেন তাঁর সঙ্গেই পুত্রের বিয়ে হচ্ছে।

পুরো বিষয়টি যখন প্রকাশ্যে আসে, তখন কনেও কান্নায় ভেঙে পড়েন। জানান যে, তিনিও অনেক দিন ধরে জন্মদাত্রীকে খুঁজছিলেন। এর পর একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটির পর্ব চলে। তবে আগত অতিথিদের অনেকেই সন্দেহ প্রকাশ করেন যে, সম্পর্কে ভাই এবং বোন তরুণ-তরুণীর মধ্যে বিয়ে হওয়া সম্ভব কি না। কিন্তু মহিলা সকলকে আশ্বাস দেন যে বিয়েতে কোনও বাধা নেই। কারণ, কন্যা হারিয়ে যাওয়ার পর ওই পুত্রকে দত্তক নিয়েছিলেন তিনি। অর্থাৎ, কোনও রকম রক্তের সম্পর্ক নেই পাত্র এবং পাত্রীর মধ্যে। তাই বিয়েতেও বাধা নেই।

সেই বিয়ের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। ঘটনাটি সমাজমাধ্যমে হইচই ফেলেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঠিক যেন সিনেমার গল্প! পৃথিবীতে কত কাকতালীয় ঘটনাই না ঘটে।’’

Advertisement
আরও পড়ুন