Viral Video

বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ! গাছ থেকে লাফ দিয়ে মাঝ-আকাশেই শিকার করল চিতাবাঘ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘন জঙ্গলে বাঁদর শিকারের উদ্দেশ্যে উঁচু গাছে উঠে প়ড়েছে একটি চিতাবাঘ। কিন্তু কিছুতেই শিকারকে বাগে আনতে পারছে না সে। এ ডাল-ও ডাল করে বেড়াচ্ছে বাঁদরটি। শেষমেশ বাঁদরটির পিছনে লম্বা ঝাঁপ দেয় চিতাবাঘটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৭:০০
Video shows leopard attacks monkey mid-air

ছবি: এক্স থেকে নেওয়া।

গাছের ডালে বসে রয়েছে বাঁদর। তা দেখে তরতরিয়ে গাছের উপর চড়ে বসল চিতাবাঘ। কিন্তু শিকারকে কোনও ভাবেই নাগালের মধ্যে পাচ্ছিল না সে। গাছের এক উঁচু ডাল থেকে অন্য উঁচু ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল বাঁদরটি। শেষমেশ বিরক্ত হয়ে বাঁদরের পিছনে লাফাল ভয়ঙ্কর চিতাবাঘটি। শূন্যেই বাঁদর শিকার করল সে। অবাক করে দেওয়া সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে সম্প্রতি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘন জঙ্গলে বাঁদর শিকারের উদ্দেশ্যে উঁচু গাছে উঠে প়ড়েছে একটি চিতাবাঘ। কিন্তু কিছুতেই শিকারকে বাগে আনতে পারছে না সে। এ ডাল-ও ডাল করে বেড়াচ্ছে বাঁদরটি। শেষমেশ বাঁদরটির পিছনে লম্বা ঝাঁপ দেয় চিতাবাঘটি। শূন্যেই বাঁদরটিকে ধরে মাটিতে লাফ দেয় সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ড্যাম নেচার ইউ স্কেয়ারি নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘চিতাবাঘই আসলে জঙ্গলের রাজা। আর এই ভিডিয়ো দেখেই তা পরিষ্কার।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বাঁদর নিশ্চিত ছিল যে, সে নিরাপদ। কিন্তু চিতাবাঘ তার সেই ধারণা ভেঙে দিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন