Wedding Viral

অন্ধকারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়েই পড়লেন তরুণ! ঘুম ভাঙতেই যা ঘটল, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি

‘রঞ্জিত_সিংহ_৬০’ নামের এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে, সম্প্রতি তাঁদের গ্রামে রাতের বেলা বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণ। বান্ধবীর ঘরে ঘুমিয়েও পড়েন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৫ ০৯:২৮
Lover enters girlfriend’s house at night and get caught, what happens next

ছবি: সংগৃহীত।

রাতের অন্ধকারে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকেছিলেন তরুণ। ঘুমিয়েও পড়েছিলেন। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি দুঃস্বপ্নেও কল্পনা করেননি। সমাজমাধ্যমে তেমনই একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে এসেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারী রঞ্জিত সিংহের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তবে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা পরিষ্কার হয়নি।

Advertisement

‘রঞ্জিত_সিংহ_৬০’ নামের এক্স হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করা হয়েছে, সম্প্রতি তাঁদের গ্রামে রাতের অন্ধকারে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণ। বান্ধবীর ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু পর দিন সকালে বিপত্তি বাধে। বান্ধবীর পরিবারের সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়েন তিনি। গ্রামেও জানাজানি হয়। মেয়েটির পরিবারের সদস্যেরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে পাঠান। ঠিক হয়, ওই তরুণ এবং তাঁর বান্ধবীর বিয়ে দেওয়া হবে। তরুণ প্রথমে রাজি না হলেও চাপের মুখে নতিস্বীকার করেন তিনি। বিয়ে হয় তাঁদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে ব্যাজার মুখে বান্ধবীকে বিয়ে করছেন ওই তরুণ।

ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের একাংশের দাবি, প্রেম করলেও বান্ধবীকে এখনই বিয়ে করার ইচ্ছা ছিল না ওই তরুণের। আর সে কারণেই মুখভার করে বিয়ে করছেন তিনি। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রাতে লুকিয়ে বান্ধবীর বাড়িতে ঢোকার ফল।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই জন্য আমি প্রেম-ভালবাসা থেকে দূরে থাকি।’’

Advertisement
আরও পড়ুন