Bizarre Incident

জানতেনই না তিনি অন্তঃসত্ত্বা! বিদেশে ঘুরতে গিয়ে হোটেলের শৌচালয়ে কন্যার জন্ম দিলেন মহিলা, কী ভাবে সম্ভব?

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, স্বামী মাইকেল গ্রিন এবং ছ’বছরের কন্যাকে নিয়ে মে মাসে ১০ দিনের জন্য কানাডার টরন্টোয় ঘুরতে গিয়েছিলেন ব্রিটেনের বাসিন্দা হেলেন। কিন্তু তিনি যে ন’মাসের অন্তঃসত্ত্বা তা ঘুণাক্ষরেও টের পাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ১২:২৫
British woman claimed she suddenly discovers of her 9 month pregnancy and gives birth in toilet

—প্রতীকী ছবি।

বিদেশ ঘুরতে গিয়েছিলেন স্বামী এবং কন্যার সঙ্গে। কিন্তু নাকি জানতেনই না যে ন’মাসের অন্তঃসত্ত্বা তিনি। শেষমেশ হোটেলের শৌচালয়ে শিশুর জন্ম দিলেন। অবিশ্বাস্য মনে হলেও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে কানাডায়। ব্রিটেন থেকে কানাডা ঘুরতে গিয়ে নাকি হঠাৎই অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন হেলেন গ্রিন নামে ওই মহিলা। এর পর হোটেলের শৌচালয়ে সন্তানের জন্ম দেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, স্বামী মাইকেল গ্রিন এবং ছ’বছরের কন্যাকে নিয়ে মে মাসে ১০ দিনের জন্য কানাডার টরন্টোয় ঘুরতে গিয়েছিলেন ব্রিটেনের বাসিন্দা হেলেন। কিন্তু তিনি যে ন’মাসের অন্তঃসত্ত্বা তা ঘুণাক্ষরেও টের পাননি। গত ২১ মে কানাডায় ছুটি কাটানোর সময় রাত ১১টা নাগাদ হঠাৎই পেটে ব্যথা শুরু হয় হেলেনের। রাত দুটো নাগাদ ঘুম ভেঙে শৌচালয়ে দৌড়ে যান তিনি। সেখানেই তিনি শিশুর জন্ম দেন বলে দাবি। সেই অভিজ্ঞতা পরে ভাগ করে নিয়েছেন হেলেন।

সংবাদমাধ্যমে হেলেন বলেন, ‘‘আমি বুঝতে পারছিলাম না কী হচ্ছে। আমার শরীর কাজ করছিল না। পেটে চাপ অনুভব করছিলাম। ঠেলে ঠেলে শিশুটিকে গর্ভ থেকে বার করি। তার পর কোলে তুলে নিই।’’ হেলেন এ-ও জানিয়েছেন, শিশুর কান্না শুনে মাইকেলও ঘুম থেকে উঠে দৌড়ে আসেন। অ্যাম্বুল্যান্সে ফোন করেন তিনি। হেলেন এবং শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। উভয়েই এখন সুস্থ রয়েছেন। শিশুকন্যার নাম অলিভিয়া রেখেছেন বলেও জানিয়েছেন হেলেন।

কিন্তু কেন গর্ভাবস্থার কথা জানতে পারেননি হেলেন? চিকিৎসকেরা জানিয়েছেন, এই ধরনের গর্ভাবস্থাকে ‘ক্রিপটিক প্রেগন্যান্সি’ বলে, যা খুবই বিরল। এই অবস্থায় মহিলাদের গর্ভাবস্থাতেও নিয়মিত ঋতুস্রাবের মতো রক্তপাত হতে পারে। ওজন বাড়তে পারে কম এবং শিশুর নড়াচড়াও অনুভব করতে পারেন না তাঁরা।

হেলেনের বিষয়টি প্রকাশ্যে আসার পর নেটমাধ্যমেও হইচই পড়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা।

Advertisement
আরও পড়ুন