Bizarre

চার কোটি টাকা বেতন, তবু বিনামূল্যের মদের লোভে বিমানে ১১ বোতল বিয়ার খেয়ে হুলস্থুল কাণ্ড বাধালেন তরুণ

গৌরব নামের এক উদ্যোগপতি পোস্টে দাবি করেছেন, তাঁর সহযাত্রী ১৬ ঘণ্টার উড়ানে প্রায় ১১ বোতল বিয়ার খেয়েছিলেন। তরুণ এতটাই মদ্যপ হয়ে পড়েছিলেন যে তাঁর বাহ্যজ্ঞান ছিল না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১২:৪৭
A 25-year-old overindulged in alcohol and later ended up wetting his pants

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সিলিকন ভ্যালিতে চাকুরিরত আইআইটি স্নাতক। বছরে বেতন প্রায় সাড়ে চার কোটি টাকা। ২৫ বছরের এই তরুণ দীপাবলির ছুটিতে সান ফ্রান্সিসকো থেকে দিল্লি ফেরত আসছিলেন। কিন্তু বিমানে বিনামূল্যে মদ পেয়ে তা অতিরিক্ত পান করে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেললেন। গৌরব ক্ষেত্রপাল নামে এক ব্যক্তি ছিলেন তরুণের সহযাত্রী। তিনি একটি স্টার্টআপ সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও। তাঁরই এক্স হ্যান্ডলের একটি পোস্ট থেকে ঘটনাটি প্রকাশ্যে এসেছে।যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

গৌরব পোস্টে দাবি করেছেন, তাঁর সহযাত্রী ১৬ ঘণ্টার উড়ানে প্রায় ১১ বোতল বিয়ার খেয়েছিলেন। তরুণ এতটাই মদ্যপ হয়ে গিয়েছিলেন যে তাঁর বাহ্যজ্ঞান ছিল না। তাঁর প্যান্ট প্রস্রাবে ভিজে গিয়েছিল। সেই দুর্গন্ধে যাত্রীদের অসুবিধা হচ্ছিল। বিমানের কর্মীরা তরুণকে প্রথমে তিনটি বিয়ার দেন। তার পর তাঁকে আর বিয়ার দিতে অসম্মত হন। তরুণ এর পর গৌরব ও তাঁর সঙ্গীদের তাঁদের ভাগের বিনামূল্যের বিয়ার নেওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকেন। তরুণের উপরোধ ফেলতে পারেননি গৌরব ও তাঁর দুই সঙ্গী। তাঁদের ভাগের বিয়ারগুলিও পান করেন সিলিকন ভ্যালির বে-এরিয়ায় স্টার্টআপে কর্মরত ওই তরুণ।

গৌরব তাঁর এক্স হ্যান্ডলের পোস্টে লিখেছেন, ‘‘কয়েক ঘণ্টা ধরে মদ্যপানের পর তিনি অজ্ঞান হয়ে যান। প্যান্ট ভিজিয়ে ফেলেন। গন্ধের কারণে আমাদের কিছু ক্ষণের জন্য আলাদা আসনে সরে যেতে হয়েছিল! বলাই বাহুল্য, এর পর তরুণ আমাদের চোখের দিকে আর তাকাতে পারেননি।’’ প্রতি বছর চার কোটিরও বেশি টাকা আয় করা একজন কী ভাবে বিমানের কয়েকটি বিনামূল্যে বিয়ারের জন্য এই কাণ্ড ঘটাতে পারেন সেই কাহিনিই তুলে ধরেছেন বলে জানিয়েছেন গৌরব।

পোস্টটি ছড়িয়ে পড়তেই তা নিয়ে সমাজমাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, গৌরব ও তাঁর সঙ্গীরা কেন তরুণের হাতে তাঁদের ভাগের বিয়ারগুলি তুলে দিয়েছিলেন। এক জন সরাসরি গৌরবকে দোষারোপ করে লিখেছেন, ‘‘আপনি এবং আপনার সঙ্গীরাও দোষী।’’ আর এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিমানকর্মী নিশ্চয়ই কিছু একটা টের পেয়েছিলেন, তাই তিনি তরুণকে অতিরিক্ত বিয়ার দিতে অস্বীকার করেছিলেন।’’

Advertisement
আরও পড়ুন