Bizarre

প্রেমিকার বাবা-মাকে বিয়ে দেওয়ার জন্য রাজি করাতে শরীরে কাটাছেঁড়া! ধকল সহ্য করতে না পেরে মারাই গেলেন তরুণ

দীর্ঘ দিন স্থূলতার সঙ্গে লড়াই করছিলেন ওই তরুণ। হাজার চেষ্টা করেও খাদ্যাভ্যাসে উন্নতি করতে ব্যর্থ হন। বান্ধবীর বাবা-মায়ের সঙ্গে দেখা করার আগে ওজন কমাতে চেয়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৭:০৬
man has died after undergoing surgery

ছবি: ( এ আই সহায়তায় প্রণীত)।

প্রেমিকার বাবা-মায়ের কাছে নিজেকে আকর্ষণীয় দেখাতে চেয়েছিলেন তরুণ। ওজন কমিয়ে শরীরকে সুঠাম দেখানোর জন্য অস্ত্রোপচার করাতে গিয়ে প্রাণ খোয়ালেন তিনি। বান্ধবীর বাবা-মাকে মুগ্ধ করার জন্য ‘গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি’ করার পর মারা গিয়েছেন চিনের বাসিন্দা ৩৬ বছরের ওই তরুণ। তাঁর ওজন ছিল ১৩৪ কেজি। বিয়ে করার আগে মেদ ঝরাতে চেয়েছিলেন ওই যুবক। তাই চটজলদি সমাধান হিসাবে অস্ত্রোপচারকেই বেছে নিয়েছিলেন তিনি।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে হেনানের জিনজিয়াং শহরের বাসিন্দা লি জিয়াং দীর্ঘ দিন স্থূলতার সঙ্গে লড়াই করছিলেন। হাজার চেষ্টা করেও খাদ্যাভ্যাসে উন্নতি করতে ব্যর্থ হন তিনি। লি-এর ভাই জানিয়েছেন, এক তরুণীর সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল তাঁর দাদার। তাঁরা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। লি তাঁর বান্ধবীর বাবা-মায়ের সঙ্গে দেখা করার আগে ওজন কমাতে চেয়েছিলেন। ৩০ সেপ্টেম্বর লি-কে ঝেংঝোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকেরা ২ অক্টোবর অস্ত্রোপচারটি করেছিলেন। প্রাথমিক ভাবে অস্ত্রোপচারটি সফল হয়েছিল বলে তাঁরা জানিয়েছিলেন।

অস্ত্রোপচারের পর লিকে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয়েছিল। সুস্থতার লক্ষণ দেখা দেওয়ার পর তাঁকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসা হয়। ৪ অক্টোবর হঠাৎ করে তাঁর অবস্থার অবনতি ঘটে। সকাল সাড়ে ছ’টার দিকে, হাসপাতালের কর্মীরা লি-কে শ্বাস-প্রশ্বাস বন্ধ অবস্থায় দেখতে পান। তাঁরা তাঁকে জরুরি চিকিৎসার জন্য দ্রুত আইসিইউতে নিয়ে যান। ৫ অক্টোবর তিনি মারা যান। মৃত্যুর কারণ হিসাবে শ্বাসকষ্টের কারণ উল্লেখ করা হয়েছে রিপোর্টে। মৃত তরুণের মেডিক্যাল রিপোর্টে পাওয়া গিয়েছে যে তিনি ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন। গত এক বছর ধরে তাঁর ওজন বৃদ্ধি পেয়েছিল। বিপাকীয় সমস্যা, উচ্চ রক্তচাপ এবং ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন লি।

Advertisement
আরও পড়ুন