viral video

জমি নিয়ে বিবাদ, বৃদ্ধের মুখে কালি ছুড়ে, জুতোর মালা পরিয়ে পর পর চড়! প্রৌঢ়ার আচরণে নিন্দায় সরব নেটমাধ্যম

ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রৌঢ়া হঠাৎ করেই তেলভর্তি একটি পাত্র ছুড়ে মারেন। তাতে কাপড় এবং চুল ভিজে যায় বৃদ্ধের। এর পর তিনি তাঁকে জুতোর মালা পরানোর চেষ্টা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১১:৩১
brawl between an old man and woman

ছবি: সংগৃহীত।

সরকারি ভবনের সামনেই এক বৃদ্ধ ব্যক্তিকে আক্রমণ করে বসলেন এক প্রৌঢ়া। জনসমক্ষে বৃদ্ধের মুখে কালো তেল ঢেলে দিয়ে জুতোর মালা পরিয়ে দেন ওই প্রৌঢ়া। এমনকি বৃদ্ধকে এলোপাথাড়ি চড়ও মেরে বসেন তিনি। হিমাচল প্রদেশের কাংড়া জেলার ঘটনা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ধরা পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রৌঢ়া হঠাৎ করেই তেলভর্তি একটি পাত্র ছুড়ে মারেন। তাতে কাপড় এবং চুল ভিজে যায় বৃদ্ধের। এর পর তিনি তাঁকে জুতোর মালা পরানোর চেষ্টা করেন। একাধিক বার থাপ্পড় মারেন বলে দেখা গিয়েছে ভিডিয়োয়। সংবাদ প্রতিবেদন অনুসারে, রাক্কার তহসিলের বান্দা গ্রামের বাসিন্দা দেশবন্ধু নামে ওই বৃদ্ধ একটি মামলার শুনানির জন্য দেহরার মহকুমা অফিসে এসেছিলেন। অপ্রত্যাশিত ভাবে মান্ডি জেলার ডোভা গ্রামের বাসিন্দা আশা দেবী নামে ওই প্রৌঢ়ার মুখোমুখি হন তিনি। জানা গিয়েছে জমি সংক্রান্ত বিবাদের জেরে দেশবন্ধুর উপর আক্রোশ ছিল আশার। সেই রাগেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। হট্টগোলের ফলে জনতার মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা আশাকে আটকাতে এগিয়ে আসে। দেখা যায় আশা দেশবন্ধুর কলার ধরে আছেন। সরকারি ভবনের এমন ঘটনা দেখে হস্তক্ষেপ করে পুলিশও।পুলিশের সামনেই বৃদ্ধকে চড় মারতে থাকেন আশা। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আশাকে হেফাজতে নেয় পুলিশ।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘নিখিলসাইনি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যম ব্যবহারকারীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রৌঢ়ার আচরণ দেখে ক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘সমস্যা যাই হোক না কেন, এই মহিলাকে প্রকাশ্যে একজন বৃদ্ধকে আক্রমণ করার অধিকার কে দিয়েছে?’’

Advertisement
আরও পড়ুন