viral video

সোনার দোকানে চুরি, চোরাই আংটির তল্লাশি অভিযানে চলল চোর-পুলিশের চুলোচুলি! ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে

দেহরাদূনের পল্টন বাজারে গত বৃহস্পতিবার এক মহিলা গয়নার দোকান থেকে সোনার আংটি চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। সোনার আংটির তল্লাশি চালানোর জন্য পুলিশ উদ্যত হতেই তরুণীর সঙ্গে হাতাহাতি শুরু হয় তাঁদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১৫:৪২
woman who caught red handed while stealing gold rings

ছবি: সংগৃহীত।

সোনার দোকানে গয়না চুরি করতে গিয়ে ধরা পড়ার পর পুলিশেরই চুলের মুঠি ধরে টানতে লাগলেন এক তরুণী। দেহরাদূনের পল্টন বাজারে গত বৃহস্পতিবার একটি চুরির ঘটনা ঘটে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে এক মহিলা গয়নার দোকান থেকে সোনার আংটি চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন। সঙ্গে সঙ্গে ডাকা হয় পুলিশকে। মহিলাকে গ্রেফতার করতে কয়েক মিনিটের মধ্যে হাজির হন কোতোয়ালি থানার তিন জন মহিলা পুলিশ-সহ মোট চার জন পুলিশ।

Advertisement

সোনার আংটির তল্লাশি চালানোর জন্য পুলিশ উদ্যত হতেই চুরিতে অভিযুক্ত তরুণীর সঙ্গে হাতাহাতি শুরু হয় মহিলা পুলিশকর্মীদের। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এক্স হ্যান্ডলে ‘পেলু চাচা’ নামের অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে গোলাপি টপ ও নীল প্যান্ট পরা এক তরুণী এক মহিলা পুলিশকর্মীর চুল ধরে টেনে রেখেছেন। তাঁকে ছাড়ানোর চেষ্টা করছেন অন্য পুলিশকর্মীরা। অভিযুক্ত তরুণীকে নিরস্ত করতে গিয়ে তাঁর চুলের মুঠি ধরে টানতে থাকেন পুলিশকর্মীও।

দীর্ঘ চেষ্টার পর তাঁকে নিয়ন্ত্রণে আনা হয়। ধরা পড়ার পর তরুণী নিজেকে বাঁচাতে তাঁর ছেলের অসুস্থতার কথা উল্লেখ করেন। দোকানে উপস্থিত কয়েক জনের দাবি, ঘটনার সময় তরুণী নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এর পিছনে কোনও চক্র জড়িত, না কি তিনি একাই চুরির পরিকল্পনাটি করেছিলেন।

Advertisement
আরও পড়ুন