plane hijack

জার্মানিতে বিমান ‘ছিনতাই’ করল দুঃসাহসী মার্জার! দু’দিন নড়তে পারল না প্লেনের চাকা

গত সপ্তাহে রোম থেকে জার্মানির উদ্দেশে একটি বোয়িং বিমানের ওড়ার কথা ছিল। বিমানটি ওড়ার ঠিক আগে বিমানকর্মীরা মৃদু গলায় বিড়ালের ডাক শুনতে পান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪১
A cat stuck into the aircraft before take-off and refused to leave for 2 days

ছবি: সংগৃহীত।

সামান্য এক চারপেয়ে প্রাণী! তার জন্য টানা দু’দিন আটকে রইল বিমানের উড়ান। উড়ানের ঠিক আগেই একটি ছোট্ট বিড়াল ঢুকে পড়ে বিমানের ভিতরে। সেটিকে বার করার চেষ্টা করা হলেও বিমান ছেড়ে যেতে চায়নি খুদে প্রাণীটি। ৪৮ ঘণ্টা বিমানেই থানা গেড়ে কার্যত ছিনতাই করে নিয়েছিল বিমানটি। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে যে, গত সপ্তাহে রোম থেকে জার্মানির উদ্দেশে একটি বোয়িং বিমানের রওনা দেওয়ার কথা ছিল। বিমানটি ওড়ার ঠিক আগে বিমানকর্মীরা মৃদু গলায় বিড়ালের ডাক শুনতে পান।

Advertisement

শব্দের উৎস খুঁজতে খুঁজতে, রক্ষণাবেক্ষণ কর্মীরা বিমান থেকে বেশ কয়েকটি প্যানেলও সরিয়ে ফেলেন। অবশেষে যখন তাঁরা ভাল করে অনুসন্ধান করেন, তখন মোটা মোটা বৈদ্যুতিক তারের মধ্যে লুকিয়ে থাকা একটি বিড়াল খুঁজে পান। এ বার শুরু হয় চোর-পুলিশের খেলা। বার বার কর্মীদের ঘোল খাইয়ে বিড়ালটি বিমানের ভিতরেই লুকিয়ে পড়ে। ছুটে ছুটে বিড়ালটি বিমানের বিভিন্ন অংশে লুকিয়ে পড়ে। এর ফলে সেটিকে খুঁজে পাওয়া কঠিন হয়। নিরাপত্তার স্বার্থে বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়। বিড়ালটি বিমানের কোনও অংশে আটকে যেতে পারে এবং অজান্তেই মারা যেতে পারে। ফলে বিমানের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। অবশেষে, দু’দিন পর, ‘ছিনতাইকারী’ স্বেচ্ছায় বিমানের খোলা দরজা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে রানওয়ে পেরিয়ে এমন ভাবে হেঁটে যায়, যেন কিছুই ঘটেনি।

বিড়ালের বিমানে হামলার ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে, সুদান থেকে কাতারগামী একটি বিমান আকাশে ওড়ার কিছু ক্ষণ পরেই একটি বিড়াল বিমানচালককে আক্রমণ করে। সেই ঘটনার পর বিমানটি ঘুরিয়ে ফেরত আনা হয় সুদানে।

Advertisement
আরও পড়ুন