viral video

ট্রেন চালাতে গিয়ে ঘুমিয়ে পড়লেন চালক! ৮০ কিমি গতিবেগে ছুটল ট্রেন, প্রবল ঝাঁকুনি, আতঙ্কিত যাত্রীরা, তার পর?

ট্রেনটি দ্রুত গতিতে চলার সময় মহিলা ট্রেনচালক কয়েক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়েন। ফলে যাত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলেন। আচমকা একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে শুরু করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৫
A cctv footage shows lady driver fell asleep while the train was speeding at 50 mph

ছবি: সংগৃহীত।

যাত্রীভর্তি ট্রেন চালাতে গিয়ে ঘুমিয়েই পড়লেন রেলচালক। ফলে বেসামাল হয়ে যায় ট্রেনটি। একে অপরের গায়ে গিয়ে পড়েন যাত্রীরা। হঠাৎ করে ঝাঁকুনি শুরু হওয়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ঘটনাটি এ দেশের নয়। আমেরিকার। সানফ্রান্সিসকো যাচ্ছিল ট্রেনটি। ঘটনাটি ২৪ সেপ্টেম্বরের হলেও তার ভিডিয়োটি সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

চালকের কেবিনে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ট্রেনটি দ্রুত গতিতে চলার সময় মহিলা ট্রেনচালক কয়েক মুহূর্তের জন্য ঘুমিয়ে পড়েন। ফলে যাত্রীরা ভারসাম্য হারিয়ে ফেলেন। আচমকা একে অপরের সঙ্গে ধাক্কা লাগতে শুরু করে। কী ঘটছে তা বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি যখন ঘটে তখন ট্রেনটি ঘণ্টায় ৮০ কিমি বেগে চলছিল। সান ফ্রান্সিসকো মিউনিসিপ্যাল ​​ট্রান্সপোর্টেশন এজেন্সি জানিয়েছে যে ডুবোস পার্কের কাছে সানসেট টানেল থেকে বেরিয়ে আসার সময় ট্রেনটি আচমকাই অসম্ভব দ্রুত গতিতে চলতে শুরু করে। কারণ চালক সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন। তন্দ্রা ভেঙে যেতেই তিনি কোনও রকমে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সজোরে ব্রেক কষতেই যাত্রী ঝাঁকুনি অনুভব করেন।

‘দ্যপ্রোজেক্টটিভি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন দর্শক। সঠিক সময়ে চালকের ঘুম না ভাঙলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মন্তব্য করেছেন নেটাগরিকেরা। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর চালককে আটক করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন