bizarre

বিমানে পিছু নিয়েছে ‘শয়তানের শিষ্য’! রক্ষা পেতে জপমালা গিললেন তরুণ, বিমানকর্মীকে মারলেন ঘুষিও

মিয়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ৩১ বছর বয়সি ডেলাঞ্জ অগাস্টিন নামে ওই ব্যক্তি জপমালা গিলে ফেলেন এবং আক্রমণাত্মক হয়ে ওঠেন বলে সংবাদমাধ্যমসূত্রে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১২:৩৯
passenger swallowed rosary beads

—প্রতীকী ছবি।

শয়তানের শিষ্যরা ধাওয়া করেছে তাঁকে। তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মাঝ আকাশে বিমানের ভিতর বসে জপমালা গিলে ফেললেন এক ব্যক্তি। সেই ঘটনার জেরে হুলস্থুল পড়ে যায় সাভানা থেকে মিয়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে। ৩১ বছর বয়সি ডেলাঞ্জ অগাস্টিন নামে ওই ব্যক্তি জপমালা গিলে ফেলেন এবং আক্রমণাত্মক হয়ে ওঠেন বলে সংবাদমাধ্যমসূত্রে খবর।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, সোমবার রাতে সাভানা বিমানবন্দর থেকে বিমানটি আকাশে ওড়ার কয়েক মুহূর্ত পরেই অগাস্টিন চিৎকার করতে এবং কাঁপতে শুরু করেন। বিমানকর্মীরা প্রাথমিক ভাবে ধরে নিয়েছিলেন যে যাত্রী খিঁচুনি বা মৃগী রোগে আক্রান্ত। যখন এক বিমানকর্মী তাঁর খোঁজ নেওয়ার জন্য কাছে যান তখন পরিস্থিতি হিংসাত্মক আকার ধারণ করে। অগাস্টিন তাঁর বুকে লাথি মারেন বলে অভিযোগ। লাথির চোটে বিমানকর্মী ছিটকে একটি জানলায় গিয়ে ধাক্কা খান।

এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, এই আচরণ দেখে বিমানকর্মীরা অনুমান করেন অগাস্টিনের আচরণের পিছনে শারীরিক অসুস্থতা নেই। হলফনামা অনুসারে, এই কাণ্ড ইচ্ছাকৃত এবং ব্যাখ্যা করা কঠিন বলে মনে হয়েছিল বিমানকর্মীদের। অগাস্টিনের বোন মেদজিনা অগাস্টিন পরে এফবিআইকে বলেছিলেন যে, তাঁরা আধ্যাত্মিক প্রকৃতির ধর্মীয় আক্রমণ থেকে বাঁচার চেষ্টা করছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে, তাঁর ভাই জপমালা গিলে ফেলেছিলেন কারণ এগুলি শক্তির প্রতীক। এই শক্তি নাকি শয়তানের বিরুদ্ধে আধ্যাত্মিক যুদ্ধে সহায়তা করে।

নিরাপত্তার কারণে বিমানটি সাভানায় ফিরে আসে। অবতরণের পর, দরজা খোলার আগেই অগাস্টিন বিমানের সামনের দিকে ছুটে যান বলে অভিযোগ। অন্য যাত্রীরা তাঁকে আটকাতে কর্মীদের সাহায্য করতে এগিয়ে আসেন। সেই সময় অগাস্টিন হট্টগোল করতে থাকেন। বিমানবন্দরে নামার পর পুলিশ অগাস্টিনকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয় এবং চ্যাথাম কাউন্টি ডিটেনশন সেন্টারে পাঠানো হয়।

Advertisement
আরও পড়ুন