viral video

বাড়ির ছাদে উদ্দাম প্রেম! প্রেমিকার মায়ের হাতে ধরা পড়়তেই জুতোর বাড়ি জুটল প্রেমিকের, ভাইরাল ভিডিয়ো

প্রেমিকের সঙ্গে তাঁর মেয়েকে ধরা পড়তে দেখে এক জন মা কেমন রেগে যান তাই ধরা পড়েছে এই ভিডিয়োয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৫
mother caught her daughter with her boyfriend

ছবি: সংগৃহীত।

প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে এসেছিলেন প্রেমিক। বান্ধবীকে বিশেষ চমক দিতে খানিকটা দুঃসাহসী হয়ে উঠেছিলেন প্রেমিকপ্রবর। প্রেমিকার বাড়ির ছাদে উঠে গোপনে দেখা করতে এসে ফ্যাসাদে পড়ে গেলেন এক তরুণ। প্রেমিকার মা কোনওভাবে টের পেয়ে যান এই গোপন সাক্ষাৎকারের। ছাদে এসে তল্লাশি শুরু করেন তিনি। হাতেনাতে ধরা পড়ে যান তরুণ। রাগে অন্ধ হয়ে পা থেকে চটি খুলে বেদম প্রহার করতে থাকেন মেয়ের প্রেমিককে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা গিয়েছে প্রেমে চমক দিতে এসে করুণ হাল হয় যুবকের।

Advertisement

সমাজমাধ্যম এক্সে ঘর কা কলেশ নামের একটি হ্যান্ডল থেকে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রেমিকের সঙ্গে তাঁর মেয়েকে ধরা পড়তে দেখে এক জন মা কেমন রেগে যান তাই ধরা পড়েছে এই ভিডিয়োয়। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে এক তরুণী বারান্দায় দাঁড়িয়ে আছেন তাঁর চেহারায় উৎকন্ঠা ফুটে উঠেছে। তাঁর মা সন্দেহজনকভাবে চারপাশে তাকাতে থাকেন, যেন কাউকে খুঁজছেন তিনি । কিছু ক্ষণ পরে, তরুণীর মা ছাদে লুকিয়ে থাকা একটি যুবককে দেখতে পান এবং দ্বিধা না করে তিনি পায়ের চটি টেনে খুলে তাঁকে মারতে শুরু করেন। তরুণ মারের হাত থেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যান কিন্তু মেয়েটি মায়ের হাত থেকে রেহাই পান না। প্রেমিক পালিয়ে যাওয়ার পরই মা মেয়ের উপর নিজের রাগ উগরে দেন এবং তাঁকেও চটি দিয়ে প্রহার করেন।

ভাইরাল ভিডিয়োটি অন্য বারান্দা থেকে এক জন প্রতিবেশী গোপনে রেকর্ড করেছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনাটি কখন বা কোথায় ঘটেছে সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য নেই ভিডিয়ো। তবে, ভাইরাল ভিডিয়োটি ১৪ ফেব্রুয়ারি পোস্ট করার পর ভালোবাসা দিবসে তাৎক্ষণিকভাবে সমাজমাধ্যমের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই এক লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। নেটিজেনরা মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন