viral video

ঘাড়ে চড়ে শিকারের চেষ্টা একপাল সিংহীর! পাল্লা দিয়ে লড়াই করেও হার মানল বিশাল জিরাফ

বিশাল একটি জিরাফকে আক্রমণ করেছে একপাল সিংহী। শিকারের পিছু নিয়ে তাকে ঘেরাও করে পেড়ে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে বনের রানিরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪
A herd of lioness chase giraffe and take down it

ছবি: সংগৃহীত।

জঙ্গলে চলে তার নিজস্ব নিয়মে। এখানেও ক্ষমতাবানেরাই শাসন করে এলাকা। দুর্বলকে বেঁচে থাকতে হয় সবলের সঙ্গে লড়াই করে। এক মুহূর্তের অসতর্কতায় প্রাণ যায় দুর্বল প্রাণীর। কখনও একক আক্রমণ, আবার কখনও দলগত আক্রমণ। সেই রকমই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে যেখানে দেখা গিয়েছে বিশাল একটি জিরাফকে আক্রমণ করেছে একপাল সিংহী। শিকারের পিছু নিয়ে তাকে পেড়ে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে বনের রানিরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি আফ্রিকার একটি সাফারি পার্কে তোলা। দর্শকদের তোলা একটি ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামের পাতায় পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে লম্বা ও বিশাল চেহারার এক জিরাফকে আক্রমণ করছে গুটি কয়েক সিংহী। তাদের মধ্যে এক জন এমনকি লাফিয়ে জিরাফের পিঠে চড়ে যায়। এক ঝটকায় পিঠ থেকে শিকারিকে ঝেড়ে ফেলে জিরাফটি। এর পর তাকে ছেঁকে ধরে সিংহীর পাল। পা দিয়ে সজোরে লাথি মেরে সেই আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে জিরাফটি। বেশ কয়েক বার জিরাফের ঘাড় কামড়ে তাকে কব্জা করার চেষ্টা করে হিংস্র প্রাণীগুলি। চলে আক্রমণ ও পাল্টা প্রতিরোধ। বেশ কিছু ক্ষণ এই লড়াই চলার পর জিরাফটির শক্তি নিঃশেষ হয়ে যায়। কাটা কলাগাছের মতো আচমকাই মাটিতে লুটিয়ে পড়ে বিশাল তৃণভোজী প্রাণীটি। সেই সুযোগের অপেক্ষাতেই ছিল শিকারি শ্বাপদেরা। জিরাফের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহীদের গোটা দলটি। ভিডিয়োটি পোস্ট করার পর ২ কোটিরও বেশি বার দেখা হয়ে হয়েছে। ২ লক্ষ ৫৭ হাজার মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন।

Advertisement
আরও পড়ুন