viral video

বান্ধবীর জন্মদিন পালন করতে গিয়ে বেধড়ক মার খেলেন জওয়ান! ভিডিয়ো দেখে গ্রেফতার ২ যুবক

নৌচন্দী এলাকার সেন্ট্রাল মার্কেটে অবস্থিত একটি ক্যাফেতে এসেছিলেন জওয়ান আয়ুশ ঢাকা। জন্মদিন উদ্‌যাপনের পর তিনি সেখান থেকে বেরিয়ে আসার পরই শুরু হয় হামলা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৭
A jawan was attacked by sticks

ছবি: সংগৃহীত।

বান্ধবীর জন্মদিনের পার্টি শেষ করে বেরিয়ে আসতেই নেমে এল পর পর লাঠির আঘাত। জনা ছয়েক ব্যক্তির নৃশংস আক্রমণের শিকার হলেন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কে়ড়েছে নেটমাধ্যম ব্যবহারকারীদের। নৌচন্দী এলাকার সেন্ট্রাল মার্কেটে অবস্থিত একটি ক্যাফেতে এসেছিলেন জওয়ান আয়ুশ ঢাকা। জন্মদিন উদ্‌যাপনের পর তিনি সেখান থেকে বেরিয়ে আসার পরই শুরু হয় হামলা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, আক্রমণের সময় জওয়ানকে নৃশংস ভাবে আক্রমণ করা হয়েছে এবং তাঁর মাথায় লাঠির আঘাত করা হয়েছে। তিনি ক্যাফে থেকে বেরোতেই সেখান থেকে তাঁকে রাস্তা পর্যন্ত ধাওয়া করে মারধর করেন অভিযুক্তেরা। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আক্রমণকারীরা তাঁকে লক্ষ্য করেও গুলি চালায়। ঘটনাস্থলে গুলিবর্ষণের তীব্র শব্দ শোনা গিয়েছে বলে জানা গিয়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে আহত জওয়ানের মাথা ফেটে রক্তও বার হচ্ছে। তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন।

সংঘর্ষ শুরু হওয়ার পর নৌচন্দী পুলিশ স্টেশনে খবর পাঠানো হয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের মধ্যে দু’জনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়েছে। ভাইরাল ভিডিয়োটি দেখে পুলিশ বাকি অভিযুক্তদের খুঁজছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ও আহত জওয়ান পূর্বপরিচিত ছিলেন। ক্যাফেতেই তাদের সাক্ষাৎ হয়। তবে কী নিয়ে বচসা শুরু হয় তা জানায়নি পুলিশ।

Advertisement
আরও পড়ুন