viral video

গাড়িকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে মারাত্মক স্টান্ট, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লেন তরুণ! প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিয়ো

গাড়ি নিয়ে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে স্টান্ট দেখাতে গিয়েছিলেন এক তরুণ। সমাজমাধ্যমের রিল ভিডিয়ো তৈরির জন্যই তিনি এই কাণ্ডটি ঘটান বলে জানা গিয়েছে। স্টান্ট করার চেষ্টা করলেও সেই পরিকল্পনা ভেস্তে যায় সুনীলের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৪:০৭
A man was critically injured after his car fell into a 300-foot gorge

ছবি: সংগৃহীত।

গাড়ি নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে সামান্য ভুলের খেসারত দিতে হল ২০ বছরের এক যুবককে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসমেত সোজা ৩০০ ফুট গভীর খাদে পড়লেন তিনি। মহারাষ্ট্রের করাডের পাটণ-সডাওয়াঘাপুর সড়কের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ‘টেবিল পয়েন্টে’ ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনাটি। স্টান্ট দেখাতে গিয়ে মারাত্মক জখম হয়েছেন গাড়িচালক সুনীল যাদব নামের ওই তরুণ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সাদা বড় গাড়ি নিয়ে ফাঁকা জায়গায় ঘুরিয়ে স্টান্ট দেখানোর চেষ্টা করছেন গাড়িচালক। সমাজমাধ্যমের রিল ভিডিয়ো তৈরির জন্যই তিনি এই কাণ্ডটি ঘটান বলে জানা গিয়েছে। স্টান্ট করার চেষ্টা করলেও সেই পরিকল্পনা ভেস্তে যায় সুনীলের। ঘুরতে ঘুরতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে যায়। ভিডিয়োয় ধরা পড়েছে, এসইউভি গাড়িটিকে নিয়ে ৩৬০ ডিগ্রি ঘোরার চেষ্টা করছিলেন। ঘুরতে ঘুরতে খাদের কিনারায় চলে যান তিনি। যেখানে তিনি গাড়ি চালাচ্ছিলেন সেখান থেকে খাদের কিনারার দূরত্ব সম্পর্কে সঠিক ধারণা ছিল না সুনীলের। কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি খাদে পড়ে অদৃশ্য হয়ে যায়।

‘দ্য স্কিন ডক্টর’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রচুর লাইক, কমেন্ট জমা পড়েছে ভিডিয়োয়। ভিডিয়োটি দেখে প্রচুর নেটাগরিক পর্যটনকেন্দ্রটির খাদের ধারে রেলিং বসানোর জন্য প্রশাসনকে পরামর্শ দিয়েছেন। এই ধরনের ভয় ধরানো স্টান্ট দেখানোর সমালোচনা করেছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন