ছবি: সংগৃহীত।
কথায় আছে নেশা সর্বনাশা। সেই নেশার চোটে হাসপাতাল থেকে বেরিয়ে এসে মদের দোকানে হানা দিলেন এক রোগী। পরনে রোগীর পোশাক, পায়ে মোটা ব্যান্ডেজ। মাথা কামানো। প্রৌঢ় ব্যক্তিকে মদের দোকানের সিঁড়িতে বসে থাকতে দেখা গিয়েছে। সেই ঘটনাটির ভিডিয়োই ছড়িয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা নজর কেড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে ঘটনাটি কোথায় বা কবে ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মদের দোকানে বেশ ভিড়। প্রচুর ক্রেতা সেখানে উপস্থিত। এর মাঝেই ক্যামেরাটি স্থির হয় এক প্রৌঢ়ের উপর। তাঁকে দেখা গিয়েছে দোকানের সিঁড়ির ধাপের উপর বসে থাকতে। হাসপাতালের রোগীদের পোশাক পরেই তিনি উপস্থিত হয়েছেন নেশার খোরাক কিনতে। হাসপাতালের রক্ষীদের নজর এড়িয়ে তিনি হাজির হন মদের দোকানে। উপস্থিত ক্রেতারাও তাঁকে দেখে অবাক হয়ে যান। তাঁকে দেখে কিছু ক্ষণের জন্য থমকে যান অনেকে। রোগীকে এ ভাবে রাস্তায় বার হতে দেখে অনেকেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভিডিয়োটি ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে ভিডিয়োয়। এক জন মজা করে লিখেছেন, ‘‘এটা নেশা নয়, একে প্রেরণা বলা চলে।’’