Amazon delivery

ফোন থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ললিপপ অর্ডার দিল খুদে! ডেলিভারি পেয়ে আঁতকে উঠলেন মা

মায়ের ফোন থেকে অ্যামাজ়নে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল আট বছরের এক শিশু। দাম ৪ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় দাম ৩ লক্ষ ৪০ হাজার টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ১২:১৪
child had ordered 3.3 lakh worth of lollipops

—প্রতীকী ছবি।

হাতের কাছে মায়ের ফোন পেয়েছিল আট বছরের খুদে। সেই ফোন নিয়ে এমন কাণ্ড ঘটাল নাবালক, যা দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা মায়ের। কী করবেন ভেবে না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন তরুণী। এমন সময় বেজে ওঠে ঘণ্টি। যে ভয় পাচ্ছিলেন তিনি, সেগুলিই এসে পৌঁছেছে বাড়ির চৌকাঠে। ২২ বাক্স ললিপপ। দাম ৪ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকা। মায়ের ফোন থেকে অ্যামাজ়নে ৭০ হাজার ললিপপ অর্ডার করে বসেছিল আট বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে কেনটাকিতে।

Advertisement

শিশুর মা হলি লাফেভার্স নিজের ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই আবিষ্কার করেন বিষয়টি। তাঁর ৮ বছর বয়সি পুত্র লিয়াম ফোন নিয়ে খেলতে খেলতে অ্যামাজ়ন থেকে বিপুল পরিমাণ ললিপপ কিনে ফেলেছে। পরবর্তী ধাক্কা আসে ব্যাঙ্ক থেকে। ৪ হাজার ডলার খরচ হওয়ার বার্তা দেখে চক্ষু চড়কগাছ হয় তাঁর। হলি এই অর্ডারটি বাতিল করার বহু চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। কারণ ললিপপগুলি তত ক্ষণে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। কিছু ক্ষণের মধ্যেই ২২টি ললিপপের বাক্স তাঁর বাড়িতে এসে পৌঁছোয়। পরে তিনি জানতে পারেন আরও ৮টি বাক্স আসতে বাকি রয়েছে। পোস্ট অফিসে যাওয়ার পর তিনি সেই প্যাকেজগুলি আটকাতে সক্ষম হন। সংবাদমাধ্যমে হলি জানান, কী ঘটেছে বুঝতে না পেরে অ্যামাজ়নের সঙ্গে যোগাযোগ করেন তিনি। তারা প্রথমে তাঁকে ডেলিভারি প্রত্যাখ্যান করতে বলেছিলেন এবং জানিয়েছিলেন হলিকে টাকা ফেরত দেওয়া হবে। পরে টাকা দিতে চায়নি অ্যামাজ়ন।

সেই টাকা পেতে বহু কাঠখড় পোড়াতে হয় হলিকে। টাকা ফেরত না পেয়ে হলি সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, ‘‘আমার পুত্র লিয়াম ৩০ বাক্স ললিপপ অর্ডার করেছে, অ্যামাজ়ন সেগুলি ফেরত নিচ্ছে না।’’ এই পোস্ট দেখে প্রতিবেশী, বন্ধুবান্ধব, স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এমনকি স্থানীয় ব্যাঙ্কগুলিও উদ্বৃত্ত ললিপপগুলি কিনতে এগিয়ে আসে। অবশেষে, সংবাদমাধ্যমে চর্চা শুরু হয় হলির এই বিষয়টি নিয়ে। শেষমেশ আলোচনার পর অ্যামাজ়ন সম্পূর্ণ অর্থ ফেরত দিতে সম্মত হয়।

Advertisement
আরও পড়ুন