AI

ছুটি চাই, কৃত্রিম মেধার সাহায্যে তৈরি ‘ক্ষত’ দেখিয়ে সংস্থাকে বোকা বানালেন কর্মী! পোস্ট ভাইরাল হতেই বিতর্কের ঝড়

ভাইরাল হওয়া সেই পোস্টে দেখা গিয়েছে, পর পর দু’টি ছবি। কর্মীর পরিষ্কার হাতের একটি ছবি। অন্যটিতে দেখা গিয়েছে তরুণের হাতে একটি ক্ষত তৈরি হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ১৬:১৮
A post of an employee uses AI to create fake injury

ছবি: সংগৃহীত।

বসের কাছ থেকে ছুটি আদায় করতে অবাক করা একটি উপায় বার করে ফেললেন এক তরুণ। মানব সম্পদ দফতরের কাছে ছুটির আবেদন জানাতে গিয়ে কৃত্রিম মেধার সাহায্য নিয়েছিলেন তিনি। এআইয়ের সাহায্যে সুস্থ হাতে তৈরি করে ফেললেন ‘ক্ষত’। সঙ্গে সঙ্গে পেলেন ছুটিও! সেই ছুটির আবেদনের একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই পোস্টে দেখা গিয়েছে, পর পর দু’টি ছবি। প্রথমটি কর্মীর পরিষ্কার হাতের একটি ছবি। অন্যটিতে দেখা গিয়েছে তরুণের হাতে একটি ‘ক্ষত’ তৈরি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ‘ক্ষতটি’ এতটাই নিখুঁত হয়েছিল যে, তা মানব সম্পদ দফতরের কর্মীকে পাঠানোর সঙ্গে সঙ্গে তরুণের ছুটি মঞ্জুর হয়ে যায়। গুগ্‌লের এআই টুল দিয়ে বানানো ছবির সাহায্যে শরীরে কোনও আঘাত ছাড়াই ছুটি পেয়ে যান তিনি।

কী ভাবে তৈরি হল এই ভুয়ো ক্ষত? পোস্ট অনুসারে, কর্মী প্রথমে তাঁর হাতের একটি পরিষ্কার ছবি তুলেছিলেন। হাতে কোনও আঘাত বা চিহ্ন ছিল না। তার পর তিনি ‘জেমিনি ন্যানো’ নামে একটি এআই টুল খুলে একটি ছোট নির্দেশ টাইপ করেছিলেন। সেটি ছিল, ‘‘আমার হাতে একটি ক্ষতচিহ্ন তৈরি করো।’’ কয়েক সেকেন্ডের মধ্যেই, কৃত্রিম মেধা পরিষ্কার হাতে একটি ক্ষত তৈরি করে। আঘাতটি এতটাই গভীর এবং তাজা দেখাচ্ছিল যে, যে কোনও মানুষই তা দেখে বিশ্বাস করে নেবেন। কর্মী ছবিটি তাঁর অফিসে পাঠিয়ে দাবি করেন যে, তিনি বাইক থেকে পড়ে গিয়েছেন।

ছবিটি দেখার পর সংস্থার মানব সম্পদ বিভাগের কর্মী বিশ্বাস করে নেন, আঘাতটি সত্যিই গুরুতর। কোনও প্রশ্ন বা চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র না চেয়েই কর্মীর ছুটির আবেদন গৃহীত হয়। তাঁকে এক দিনের জন্য সবেতন ছুটি দেওয়া হয় ও দ্রুত চিকিৎসা করানোর জন্য অনুরোধ জানান মানব সম্পদ বিভাগের কর্মী। পোস্টটি ‘কপিলানশ’ নামে একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ার পর বিতর্কের ঝড় উঠেছে। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে পোস্টটি। প্রচুর নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন পোস্টে। অনেকেই মনে করছেন, এই ঘটনার পিছনে এআইয়ের কোনও দায় নেই। তাকে যা নির্দেশ দেওয়া হয়েছে সেটি তামিল করেছে মাত্র। আসল সমস্যা হল যাচাই পদ্ধতি। এখন মানুষের চোখের পক্ষে আসল-নকল যাচাই করা অসম্ভব হয়ে পড়ছে।

Advertisement
আরও পড়ুন