viral video

গ্যারাজবন্দি গাড়ি থেকে সন্দেহজনক শব্দ, ডিকি খুলতেই চক্ষু চড়কগাছ মালিকের! ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ধুলো এবং কাদার ঘন স্তর জমা পড়ে রয়েছে একটি লাল রঙের গাড়ির উপর। দেখে মনে হচ্ছে বছরের পর বছর ধরে গাড়িটি গ্যারাজেই পড়ে রয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১০:৩৩
man opens car, what’s found inside

ছবি: সংগৃহীত।

বছরের পর বছর ধরে গ্যারাজে বন্ধ অবস্থায় পড়ে ছিল গাড়ি। তার উপর জমে রয়েছে কয়েক পরত ধুলো। দীর্ঘ দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা গাড়িটির ভিতরে দিব্যি বাসা বেঁধেছিল অনাহূত অতিথিরা। গ্যারাজের ভিতর থেকে অদ্ভুত শব্দ পেয়ে গাড়ির মালিক গাড়ির পিছনের অংশ খুলে ফেলেন। খোলার পর যে দৃশ্য দেখেন তাতে চক্ষু চড়কগাছ হয়ে গেল তাঁর। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ধুলো এবং কাদার ঘন স্তর জমা পড়ে রয়েছে একটি লাল রঙের গাড়ির উপর। দেখে মনে হচ্ছে বছরের পর বছর ধরে গাড়িটি গ্যারাজেই পড়ে রয়েছে। গাড়ির ভিতর থেকে গুঞ্জনের শব্দ আসায় প্রথমে গাড়ির মালিক ভেবেছিলেন ইঁদুর জাতীয় প্রাণী আটকা পড়ে রয়েছে সেখানে। পরে পিছনের অংশের ঢাকা সরিয়ে দেখেন তাতে বাসা বেঁধেছে লাখ লাখ মৌমাছি! একটি বিশাল মৌচাক পুরো জায়গা দখল করে নিয়েছে সেখানে। হাজার হাজার মৌমাছির গুঞ্জন ছড়িয়ে পড়েছিল গোটা গ্যারাজে। ভিডিয়োয় দেখা গিয়েছে সুরক্ষা সরঞ্জাম পরে এক মধু সংগ্রহকারী ব্যক্তি মৌচাকটি ভাঙার চেষ্টা করছেন।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘মিস্টার.মিসেস.বিরেসকিউ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ১ লক্ষ ১৩ হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটিতে লাইক দিয়েছেন। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভিডিয়ো দেখে।

Advertisement
আরও পড়ুন