Mumbai

৩০ মিনিটের জন্য মাসে ১৮ হাজারি বেতন! খুন্তি নেড়েই মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করেন ‘মহারাজ’

এক্স হ্যান্ডলের পোস্টে এক তরুণী জানান, মাত্র ৩০ মিনিটেই রান্না সেরে চলে যাওয়ার জন্য ১৮ হাজার টাকা বেতন নেন রাঁধুনি। আদর করে তাঁকে অনেকেই মহারাজ বলে সম্বোধন করে থাকেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৪:১৬
part-time cook demands Rs 18 thousand per house

ছবি: প্রতীকী।

মাত্র ৩০ মিনিটের কাজ। তার জন্য মাসিক বেতন ১৮ হাজার টাকা। কর্মক্ষেত্রও একাধিক। প্রায় ১০-১২টি। সমস্ত যোগ করলে মাসের রোজগার দাঁড়ায় ১ লক্ষ ৮০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা। এক জন কর্পোরেট সংস্থার কর্মীর বেতনের সমতুল্য বা তারও বেশি। মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার হয় শুধুমাত্র লোকের বাড়ি রান্না করে। সম্প্রতি এক্স হ্যান্ডলে এক তরুণী পোস্ট করে দাবি তুলেছেন তাঁদের বাড়ির রাঁধুনির মাসে এই পরিমাণ টাকা রোজগার করেন। সমাজমাধ্যমে নজর কেড়েছ তাঁর পোস্টটি। যদিও এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

মুম্বইয়ের বাসিন্দা আইনজীবী তরুণী লিখেছেন, তাঁর বাড়িতে এসে মাত্র ৩০ মিনিটেই রান্না সেরে চলে যাওয়ার জন্য ১৮ হাজার টাকা বেতন নেন রাঁধুনি। আদর করে তাঁকে অনেকেই ‘মহারাজ’ বলে সম্বোধন করে থাকেন। আয়ুশী দোশী নামের তিনি লিখেছেন, “আমার মহারাজ প্রতি বাড়ি থেকে ১৮ হাজার টাকা বেতন নেন। সময় দেন সর্বোচ্চ ৩০ মিনিট। সর্বত্র বিনামূল্যে খাবার এবং চা পান। সময়মতো বেতনও পাওয়া যায়।’’ পোস্টে নিজের কর্পোরেট বেতনের সঙ্গে তুলনা টেনে লিখেছেন বেতন পাওয়ার জন্য তাঁকে বিনীত আবেদন জানিয়ে মেল করতে হয় কর্তৃপক্ষকে।

এই পোস্ট দেখে নেটমাধ্যম ব্যবহারকারীরা নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই এই পোস্টের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আবার অনেকেই মুম্বইয়ের মতো বড় শহরের রাঁধুনি বা গৃহ সহায়কদের উচ্চ বেতন নিয়ে সহমত পোষণ করেছেন। পোস্টটিতে প্রায় ১০ হাজারের মতো লাইক জমা পড়েছে। এক জন নেটাগরিক প্রশ্ন তুলেছেন, ‘‘এক জন মাত্র ৩০ মিনিটে কী রান্না করতে পারেন?’’ অন্য এক জন জিজ্ঞাসা করেন, ‘‘রাঁধুনি ১০টি বাড়িতে কাজ করলে কী ভাবে সময় পরিচালনা করেন?’’

Advertisement
আরও পড়ুন