uttar pradesh

রাতের অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়লেন তরুণ! ‘সারা জীবনের শাস্তি’ দিল তরুণীর পরিবার

প্রেমিকার বাড়িতে বসেছিল অন্য একটি বিয়ের আসর। সেই বিয়ের মণ্ডপে ধরেবেঁধে প্রেমিকার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় প্রেমিককে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৩:২১
man came to meet his lover who caught

—প্রতীকী ছবি।

রাতের অন্ধকারে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসেছিলেন তরুণী। প্রেমিকার পরিবারের হাতে ধরা পড়তেই ঘটে গেল আর এক কাণ্ড। কয়েক ঘণ্টার মধ্যেই প্রেমিকা বদলে গেলেন স্ত্রীতে। প্রেমিকার বাড়িতে বসেছিল অন্য একটি বিয়ের আসর। সেই বিয়ের মণ্ডপে ধরেবেঁধে প্রেমিকার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় প্রেমিককে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জালাউনে। তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা করায় ঘাবড়ে যান তরুণ। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি সমাজমাধ্যমের নজর কাড়তে তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ছেলেটির নাম নির্মল সিংহ। তিনি প্রেমিকা ভগবতীর সঙ্গে রাতে দেখা করতে আসেন। তাঁদের সাক্ষাতের বিষয়টি জানতে পেরে যান পরিবারের সদস্যেরা। নির্মল ও ভগবতীর পরিবার একে অপরের পরিচিত। ওই দিন তরুণীর খুড়তুতো বোনের বিয়ে উপলক্ষে সকলে একটি গেস্ট হাউসে জড়ো হয়েছিলেন। নির্মল ও ভগবতী সেখানে না গিয়ে রাতের দিকে একান্তে সময় কাটাচ্ছিলেন। ভগবতীর খোঁজ শুরু হওয়ায় পরিবারের সদস্যেরা তাঁদের দু’জনকে একসঙ্গে ধরে ফেলেন। সেই রাতেই তাঁদের বিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। তরুণীর পরিবার ভয় পেয়েছিল যে তাঁদের মেয়ে পালিয়ে যেতে পারেন। তাই তৎক্ষণাৎ তাঁদের বিয়ে দিয়ে দেওয়া হয়।

ভিডিয়োয় বর-কনেকে বিয়ের মণ্ডপে বসে থাকতে দেখা গিয়েছে। নিয়ম মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে। ভিডিয়োটি ‘মনোজ শর্মা ইউপি’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে হেসে কুটিপাটি হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক জন লিখেছেন, ‘‘এই ধরনের ঘটনা উত্তরপ্রদেশেই সম্ভব।’’

Advertisement
আরও পড়ুন