viral video

ছটের প্রসাদ নিতে ট্রেন ‘থামিয়ে’ দিলেন চালক! ভিডিয়ো ভাইরাল হতেই শুরু কর্তব্য বনাম ভক্তির তরজা

ট্রেনটি একটি জলাশয়ের কাছে রেললাইনের উপর দাঁড়িয়ে আছে। যেখানে ভক্তরা সূর্যের পুজো ও প্রার্থনা করার জন্য জড়ো হয়েছিলেন। এক জন ব্যক্তি হাতে প্রসাদের থালা নিয়ে ট্রেনটির দিকে এগিয়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১১:৩৫
driver in Bihar is seen halting a train

ছবি: সংগৃহীত।

ছটপুজোর প্রসাদ নেওয়ার জন্য ট্রেনকে মাঝপথে থামিয়ে দিলেন চালক। কেবিনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে মাথায় ঠেকালেনও রেলচালক। ছটপুজো উদ্‌যাপনকারী ভক্তদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করেন চালক। সে জন্য যাত্রিবাহী ট্রেনটিকে লাইনের উপর দাঁড় করিয়ে দেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি বিহারের বলে জানা গিয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনটি একটি জলাশয়ের কাছে রেললাইনের উপর দাঁড়িয়ে আছে। যেখানে ভক্তরা সূর্যের পুজো ও প্রার্থনা করার জন্য জড়ো হয়েছিলেন। এক ব্যক্তি হাতে প্রসাদের থালা নিয়ে ট্রেনটির দিকে এগিয়ে যান। চালক তাঁর কেবিন থেকে ঝুঁকে পড়ে প্রসাদ গ্রহণ করেন। সেই প্রসাদ মাথায় ঠেকিয়ে রেখে দেন চালক। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই লক্ষ লক্ষ দর্শকের নজর কেড়েছে।

ভিডিয়োটি ‘ছাপরা জিলা’ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ৩ সেকেন্ডের ছোট ভিডিয়োটি প্রায় দেড় লক্ষ বার দেখা হয়েছে। ১৩ হাজারের বেশি মানুষ লাইক করেছেন তাতে। নেটাগরিকেরা ঘটনাটিকে ‘বিহারের সৌন্দর্য’ বলে অভিহিত করেছেন। অনেকে আবার ঘটনাটি নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকদের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন যে ট্রেন থামানোর কোনও অনুমতি ছিল কি না? কর্তব্য ভুলে ভক্তি দেখানো নিয়ে সমালোচনা করেছেন অনেকে। এই যুক্তির সপক্ষে আবার কয়েক জন নেটাগরিকের দাবি, সিগন্যাল বন্ধ ছিল বলেই চালক ট্রেনটি থামিয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন