viral video

নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে নেমে পড়ল বিমান, সজোরে ধাক্কা মারল গাড়িতে! চিড়েচ্যাপ্টা হল গাড়ি, ভিডিয়ো ভাইরাল

ফ্লরিডার একটি জাতীয় সড়কে যানজটের সময় হঠাৎ করেই একটি ছোট বিমানকে জরুরি অবতরণ করতে হয়। কারণ বিমানটির উভয় ইঞ্জিনই বিকল হয়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৯:২৫
plane accident in Florida

ছবি: সংগৃহীত।

জাতীয় সড়কের উপর দিয়ে উড়তে উড়তে সটান একটি গাড়িকে ধাক্কা মেরে বসল বিমান। ইঞ্জিন বিকল হতেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে বিমানটি। সংঘর্ষে জ্বলে ওঠে আগুনের ফুলকি। ধাক্কা মারার পর বিমানটি সড়কের উপরই অবতরণ করে। ভয়াবহ দুর্ঘটনার পরেও কেউ গুরুতর আহত হননি বলেই সূত্রের খবর। ঘটনাটি আমেরিকার ফ্লরিডার, সোমবার সন্ধ্যার। সেই ঘটনারই একটি ভিডিয়ো ধরা পড়েছে গাড়ির সামনে থাকা ক্যামেরায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিমান দুর্ঘটনার ভিডিয়ো। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, ফ্লরিডার একটি জাতীয় সড়কে যানজটের সময় হঠাৎ করেই একটি ছোট বিমানকে জরুরি অবতরণ করতে হয়। বিমানটির উভয় ইঞ্জিনই বিকল হয়ে যায়। ফলে চালককে মাঝরাস্তাতেই বিমানটি নামাতে হয়। তীব্র যানজটের মধ্যে অবতরণ করা সহজ ছিল না। ড্যাশক্যামের ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে বিমানটি একটি টয়োটা গাড়ির পিছনে অবতরণের চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা খায় সেটি। গাড়িটিকে আঘাতের পর, বিমানটি লাফিয়ে রাস্তার বাঁ পাশে পড়ে যায়। সর্বত্র আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে যায়।

২৭ বছর বয়সি বিমানচালক এবং বিমানে থাকা তাঁর সঙ্গী সম্পূর্ণ নিরাপদ। তাঁদের শরীরে একটি আঁচড়ও লাগেনি। বিমানটির যে গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল, সেটি ৫৭ বছর বয়সি এক মহিলা চালাচ্ছিলেন। তিনি সামান্য আহত হন এবং তাঁকে দ্রুত নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে সকলে স্বস্তি পেয়েছেন। আমেরিকান বিমান সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
আরও পড়ুন