ছবি: সংগৃহীত।
নৈশক্লাবে দেদার হুল্লোড়। আকণ্ঠ মদ্যপান করে বাড়ি ফিরতে গিয়ে অ্যাপ বাইকের পিছনের আসন থেকে উল্টে রাস্তাতেই পড়ে গেলেন তরুণী! তাঁকে ধাতস্থ করতে হিমশিম খেলেন বাইকচালক। ঘটনাটি ঘটেছে দিল্লির মঙ্গোলপুরীর একটি নৈশক্লাবের বাইরে। সেই দৃশ্যটি এক পথচারীর মোবাইলে ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মদ্যপ অবস্থায় অজ্ঞান হয়ে বাইক থেকে ঝুলছেন এক তরুণী। অ্যাপ বাইকের চালক তাঁকে সোজা করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতেও বিশেষ লাভ হয়নি। বাইকের আসন থেকে পিছলে পড়ে যাচ্ছেন ওই তরুণী। বাইকচালক তাঁকে এক হাতে ধরে রেখে মাটিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করার চেষ্টা করেন। তরুণী যখন বাইক থেকে পিছলে যেতে থাকেন তখন ভিডিয়ো করা ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘ওকে ছেড়ে দাও, ওকে পড়ে যেতে দাও।’’ চালক তাঁকে জাগানোর জন্য বার বার চেষ্টা করা সত্ত্বেও, সেই ডাকে সাড়া দেন না। অবশেষে বাইক থেকে রাস্তাতেই পড়ে যান তিনি। বাইকচালক ধরে থাকার জন্য রাস্তায় মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যান তরুণী।
ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘লাইফ অফ মিরা’ নামের অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় বয়ে যায়। প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে ভিডিয়োয়। বহু নেটমাধ্যম ব্যবহারকারী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, তরুণ প্রজন্মের উচ্ছৃঙ্খল আচরণ সমাজের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আত্মনিয়ন্ত্রণ হারানো এবং নাগরিক দায়িত্ব ভুলে যাওয়া খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে বলে মত নেটাগরিকদের একাংশের।