viral video

ঠিক যেন ‘স্পাইডারম্যান’! মাকড়সার মতো দেওয়াল বেয়ে নেমে আদালত থেকে চম্পট দিল চোরবাবাজি

জোহানেসবার্গের একটি আদালতের দেওয়ালে বাইরে এসে এক ব্যক্তি অদ্ভুত কায়দায় দেওয়াল বেয়ে নেমে আসছেন। হাজিরা দেওয়ার জন্য তাঁকে আদালতে আনা হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৭
suspect sliding down a court building in South Africa

ছবি: সংগৃহীত।

পর্দার স্পাইডারম্যানের দেখা মিলল বাস্তবে। আদালত চত্বরের উঁচু দেওয়াল বেয়ে নেমে পিঠটান দিলেন এক অভিযুক্ত। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক সন্দেহভাজন ব্যক্তির আদালত ভবন থেকে নেমে আসার ঘটনা ধরা পড়েছে ভিডিয়োয়। সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘সাবার্বান কন্ট্রোল সেন্টার’ নামে দক্ষিণ আফ্রিকার একটি নিরাপত্তা সংস্থা তাদের ফেসবুক পেজে পালানোর সেই ভিডিয়ো পোস্ট করেছে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ভিডিয়োয় যাঁকে পালাতে দেখা গিয়েছে তাঁর বিরুদ্ধে চুরি ও একটি বাড়িতে ঢুকে ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাঁর নাম ওনোশানা থান্ডো সাদিকি। তাঁকে হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, জোহানেসবার্গের একটি আদালতের দেওয়ালে বাইরে এসে ওনোশানা অদ্ভুত কায়দায় দেওয়াল বেয়ে নেমে আসছেন। সংবাদমাধ্যমে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট যখন বক্তব্য রাখছিলেন, তখন সাদিকি আদালতকক্ষের দরজায় ধাক্কা মেরে খুলে বেরিয়ে জানলা দিয়ে দেওয়ালে লাফিয়ে পড়েন।

ভিডিয়োয় দেখা গিয়েছে যে অংশ দিয়ে ওনোশানা পালিয়ে যাচ্ছেন সেই অংশটি সম্পূর্ণ ফাঁকা। কোনও নিরাপত্তারক্ষী বা পুলিশের পাহারা ছিল না সেখানে। সেই দেওয়াল বেয়ে নামতে নামতে একটি খোলা চত্বরে নেমে পড়ে পালিয়ে যান অভিযুক্ত। ভিডিয়ো দেখে আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক জন লিখেছেন, ‘‘এ ভাবেই সে পালিয়ে গেল, আর সেই ভিডিয়ো তোলা হল!’’

Advertisement
আরও পড়ুন