viral video

কেকের মোমবাতি থেকে বেলুনে আগুন, ভয়াবহ বিস্ফোরণে মুখ পুড়ল তরুণীর! ভিডিয়ো প্রকাশ্যে

১৪ ফেব্রুয়ারি জন্মদিন পালন করতে একটি রেস্তরাঁয় আয়োজন করছিলেন গিয়াং ফাম নামের সেই তরুণী। জন্মদিনের কেক নিয়ে ক্যামেরায় ছবি তোলার সময় সময় হাইড্রোজেন ভর্তি বেলুনের বিস্ফোরণ হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১২
a balloon shatter while posing for photos with a cake

ছবি: সংগৃহীত।

জন্মদিনের আনন্দ এক লহমায় বদলে গেল ভয়ঙ্কর দুর্ঘটনায়। কেক কাটার আগেই পুড়ে গেলেন তরুণী। কেকের মোমবাতি থেকে আগুন লাগে বেলুনে । চোখের নিমেষে ফেটে যায় বেলুনটি। তাতেই জ্বলে ওঠে আগুনের শিখা। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের হ্যানয়ে। ১৪ ফেব্রুয়ারি জন্মদিন পালন করতে একটি রেস্তরাঁয় অনুষ্ঠানের আয়োজন করছিলেন গিয়াং ফাম নামের সেই তরুণী। জন্মদিনের কেক নিয়ে ক্যামেরায় ছবি তোলার সময় সময় হাইড্রোজেন ভর্তি বেলুনের বিস্ফোরণে দগ্ধ হয়ে যান তিনি। ভয়াবহ ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আগুন ধরে যাওয়ার সেই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে লাল রঙের পোশাক পরে এক হাতে কেক নিয়ে দাঁড়িয়েছিলেন ফাম। জন্মদিনের পার্টি একটি রেস্তরাঁয় অনুষ্ঠিত হয়েছিল। অসংখ্য বেলুন দিয়ে সাজানো হয়েছিল জায়গাটি। ফাম ছবি তোলার একগুচ্ছ বেলুন হাতে ধরে দাঁড়িয়েছিলেন। একটি বেলুনের আকার ছিল বেশ বড়। কেকের উপর রাখা জ্বলন্ত মোমবাতি সেই বেলুনের সংস্পর্শে আসতেই বিস্ফোরণ ঘটায়। আগুনের শিখা বেরিয়ে আসে ও আগুনে ফামের মুখ পুড়ে যায়। ভয়ে ও ব্যথায় কাতর হয়ে ফাম তখনই কেক, বেলুনগুলি ফেলে হাত দিয়ে মুখ ঢেকে ছুটে বেরিয়ে যান।

ফাম পরে জানতে পারেন যে তাঁর কেনা বেলুনগুলির মধ্যে কয়েকটিতে হাইড্রোজেন গ্যাস ভরা ছিল। এই গ্যাস অত্যন্ত দাহ্য। বেলুনবিক্রেতা তাঁকে এই ঝুঁকি সম্পর্কে সতর্ক করেননি। আট দিন আগে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে পড়তেই কেঁপে উঠছেন ফাম। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, বেলুনটি বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে ওঠে। সেই আগুন রেস্তরাঁয় সাজানো সমস্ত বেলুন পুড়িয়ে দেয়। ভাগ্যক্রমে এই বেলুনগুলিতে হাইড্রোজেন গ্যাস ভরা ছিল না। তা না হলে আরও মারাত্মক ঘটনা ঘটতে পারত।

Advertisement
আরও পড়ুন