Viral Video

শৌচাগারের প্যানের উপর বসেছে হাঁড়ি, টগবগিয়ে ফুটছে ভাত? রান্নার কায়দা দেখে বমির উদ্রেক নেটপাড়ায়

শৌচাগারের প্যানের ভিতরে কাঠ জ্বলছে। তার উপরে একটি পাত্র রাখা হয়েছে। হাড়ির মুখ ঢাকা। তাতে সম্ভবত ভাত রান্না করা হচ্ছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ১৪:২৪
a man is cooking something using Indian style toilet

ছবি: সংগৃহীত।

মেঝের উপরে রাখা শৌচাগারের প্যান। তার মধ্যেই কাঠ গুঁজে জ্বালানো হয়েছে আগুন। সেই প্যানের উপর বসানো হাঁড়ি। তাতে রান্না চলছে পুরোদমে। খাবার রান্না করার জন্য সাধারণত গ্যাসের উনুন, স্টোভ, ইন্ডাকশন বা মাটির উনুন ব্যবহার করা হয়ে থাকে। সেই সমস্ত ছেড়ে প্যানের উপর রান্না করার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে শৌচাগারের প্যানের ভিতরে কাঠ জ্বলছে। তার উপরে একটি পাত্র রাখা হয়েছে। সেই পাত্রের মুখ ঢাকা। তাতে সম্ভবত ভাত রান্না করা হচ্ছে। কাঠের আঁচে দাউ দাউ করে জ্বলছে আগুন। তার পর ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দৃশ্যটি দেখানো হয়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

এই ভিডিয়োটি দেখার পর কেউ কেউ হাসছেন, আবার কেউ কেউ যিনি রান্না করছেন তাঁর আচরণে ক্ষুব্ধ। সমাজমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, এটি খাবারের অপমান। ভিডিয়োটি ‘ডিআর এক্স নাজিবুল ০২’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। কয়েক লক্ষ বার ভিডিয়োটি দেখা হয়েছে। ৩ লাখ ২০ হাজার লাইক জমা পড়েছে তাতে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ঘেন্না বলে কি আর কিছুই অবশিষ্ট নেই!’’ অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘যাঁর মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে তাঁকে মেডেল দেওয়া উচিত।’’

Advertisement
আরও পড়ুন