Viral Video

জঙ্গলে সাইকেল চালাচ্ছিল কিশোর তেড়ে এল হিংস্র লোমশ প্রাণী! গলার জোরেই চম্পট দিল শ্বাপদ

এক কিশোর বনের পথ ধরে সাইকেল চালাচ্ছিল। হঠাৎ একটি বন্য জন্তু তার পথের সামনে এসে দাঁড়ায়। প্রাণীটি বনের এক পাশ থেকে অন্য পাশ দিয়ে যাচ্ছিল সে সময়। সাইকেল আরোহীকে আসতে দেখে সে থেমে যায় এবং আক্রমণাত্মক হয়ে ওঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ০৯:২৫
A teen was biking through the trails when a bear suddenly appeared

ছবি: সংগৃহীত।

অনেকেই সাইকেল নিয়ে বা পায়ে হেঁটে জঙ্গলের গভীরে ঢুকে পড়েন খেয়াল বশেই। বনে ঘোরাঘুরির রোমাঞ্চের স্বাদ নিতে ভালবাসেন তাঁরা। তার জন্য মাঝেমধ্যে বিপদের সম্মুখীনও হতে হয়। তেমনই এক পরিস্থিতির মুখোমুখি হল এক কিশোর। সঙ্গীকে নিয়ে জঙ্গলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে এক হিংস্র বন্য জন্তুর মুখোমুখি হল সে। বুদ্ধির জোরে লোমশ প্রাণীর আক্রমণের হাত থেকে কোনও রকমে বাঁচল কিশোর ও তার এক বন্ধু। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

বনে-জঙ্গলে অবাধে ঘোরাফেরা করা বিপজ্জনক হয়ে উঠতে পারে অনেক সময়। তা সত্ত্বেও, কেউ কেউ বনে একা ঘোরাঘুরির রোমাঞ্চ অনুভব করার জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে কিশোরটি বনের পথ ধরে সাইকেল চালাচ্ছে। হঠাৎ একটি ভালুক তার পথের সামনে এসে দাঁড়ায়। ভালুকটি বনের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিল সে সময়। সাইকেল আরোহীকে আসতে দেখে সে থেমে যায় এবং আক্রমণাত্মক হয়ে ওঠে।

আচমকা প্রাণীটিকে তার দিকে তেড়ে আসতে দেখেও ঘাবড়ে যায়নি সেই কিশোর। ভয় পাওয়ার পরিবর্তে সে জোরে জোরে চিৎকার করে সাইকেল নিয়ে তেড়ে যায় ভালুকের দিকে। গর্জন শুনে ভালুকটি পিছু হটে বনের দিকে চম্পট দেয়। তা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কিশোর ও তার সঙ্গী। ভিডিয়োটি এক্স মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি প্রচুর মানুষ দেখেছেন। নেটাগরিকেরা তাঁদের প্রতিক্রিয়াও জানিয়েছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এটি একটি ছোট ভালুক ছিল, তাই ভয় পেয়ে পালিয়ে গেল, না হলে কিশোর বিপদে পড়ত।’’

Advertisement
আরও পড়ুন