Uttar Pradesh

তাড়া করে শিং দিয়ে তুলে আছাড় মারল খ্যাপা ষাঁড়! গুরুতর জখম বৃদ্ধা, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

সরু রাস্তায় বৃদ্ধার দিকে প্রবল গতিতে তেড়ে আসছে ষাঁড়। গলির মধ্যে বৃদ্ধাকে আক্রমণ করেছে খ্যাপা ষাঁড়টি। শিঙের গুঁতোয় তাঁকে শূন্যে তুলে আছাড় মারতে দেখা গিয়েছে প্রাণীটিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৭
an elderly woman critically injured in a bull attack

ছবি: সংগৃহীত।

রাস্তায় বেরোতেই বৃদ্ধাকে তাড়া করল ষাঁড়। ষাঁড়ের গুঁতোয় মারাত্মক জখম হলেন বৃদ্ধা। হঠাৎ করে খেপে ওঠে ষাঁড়টি আচমকাই বৃদ্ধার দিকে ধেয়ে যায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরের ফুলবাগ কলোনিতে। ষাঁড়ের আক্রমণে রাস্তায় পড়ে কাতরাতে থাকেন বৃদ্ধা। সেই ঘটনরাই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সরু রাস্তায় বৃদ্ধার দিকে প্রবল গতিতে তেড়ে আসছে একটি ষাঁড়। গলির মধ্যে বৃদ্ধাকে আক্রমণ করেছে খ্যাপা ষাঁড়টি। শিঙের গুঁতোয় তাঁকে শূন্যে তুলে আছাড় মারতে দেখা গিয়েছে প্রাণীটিকে। ষাঁড়ের ধাক্কায় মাটিতে পড়ে যান বৃদ্ধা। তার পর তাঁর শরীরের উপর উঠে ষাঁড়টি রীতিমতো দাপাদাপি চালায়। বৃদ্ধা মাটিতে পড়ে যেতেই তাঁর কাছে ঠায় দাঁড়িয়ে থাকে ষাঁড়টি। ভয়ে চিৎকার করতে শুরু করেন বৃদ্ধা। তাঁর চিৎকার শুনে দৌড়ে আসে কয়েকটি বালক-বালিকা। ষাঁড়টিকে তাড়ানোর জন্য সমস্বরে চিৎকার করতে শুরু করে তারা। তাতেও ভয় পায়নি ষাঁড়টি।

লাঠি দিয়ে প্রাণীটিকে তাড়ানোর চেষ্টা করে বাচ্চারা। পরে এক ব্যক্তি একটি চেয়ার তুলে ষাঁড়টিকে ভয় দেখানোর চেষ্টা করেন। তাতে ফল হয়। ষাঁড়টি বৃদ্ধাকে ছেড়ে চলে যায়। ওই ব্যক্তি নিরাপদে বৃদ্ধাকে তুলে নিয়ে চলে যান। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘ঘর কা কলেশ’ নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। স্থানীয়েরা অভিযোগ করেছেন যে, ষাঁড়ের আক্রমণ দিনে দিনে বেড়ে চলেছে। রাস্তাঘাটে চলাফেরা দায় হয়ে উঠেছে। বার বার বলা সত্ত্বেও প্রশাসন কোনও পদক্ষেপ করছে না বলেই অভিযোগ তাঁদের।

Advertisement
আরও পড়ুন