viral video

ট্রেনের কামরাতেই বালতি, মগ এনে স্নান করলেন তরুণ! ভিডিয়ো ভাইরাল হতেই এল পুলিশ, ক্ষমা চাইলেন অভিযুক্ত

প্রমোদ নামের তরুণ আগরা যাওয়ার জন্য একটি সাধারণ কোচের টিকিট কিনেছিলেন। ঝাঁসি পৌঁছোনোর পর, তিনি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের স্লিপার কোচে উঠে সেখানে স্নান করার একটি ভিডিয়ো রেকর্ড করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৪:০৬
youth bathing inside a train coach

ছবি: সংগৃহীত।

ট্রেনের কামরার ভিতরে বালতি থেকে জল তুলে স্নান সারলেন এক তরুণ। রেলের শৌচাগার থাকা সত্ত্বেও বালতি এবং মগ দিয়ে ট্রেনের স্লিপার বগিতে স্নান করার একটি দৃশ্য ক্যামেরাবন্দি করলেন যাত্রীরা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কামরার মধ্যেই দরজার সামনের চওড়া অংশে খালি গায়ে, হাফ প্যান্ট পরে বালতি-মগ জোগাড় করে বসে আছেন এক অল্পবয়সি যুবক। যুবকটিকে বালতি থেকে জল তুলে গায়ে, মাথায় ঢালতে দেখা গিয়েছে ওই ভিডিয়োয়। এখানেই শেষ নয়, শ্যাম্পুও করছিলেন তিনি। শেষে বালতির জল মাথায় উপুড় করে ঢেলে দিতে দেখা যায়। জলে ভেসে যায় কামরা। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ঝাঁসির মোথ শহরের বাসিন্দা প্রমোদ শ্রীবাস নামে ওই যুবক ১ নভেম্বর ট্রেনে উঠেছিলেন।

প্রমোদ আগরা যাওয়ার জন্য একটি সাধারণ কোচের টিকিট কিনেছিলেন। মোথ থেকে ঝাঁসি পৌঁছোনোর পর, যুবকটি একটি বালতি এবং মগ নিয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের স্লিপার কোচে উঠে সেখানে স্নান করার একটি ভিডিয়ো রেকর্ড করেন। ট্রেনের কামরায় স্নানের ভিডিয়ো রেকর্ড করার পর তিনি আগরার দিকে যাওয়ার ট্রেনে ওঠেন। তার কিছু ক্ষণ পরেই ভিডিয়োটি ইউটিউবে আপলোড করে দেন ওই তরুণ। সেটি প্রকাশ্যে আসতেই স্থানীয় পুলিশ, জিআরপি, আরপিএফ এবং রেল প্রশাসন তৎপর হয়। যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তল্লাশি শুরু হয়। তরুণ তাঁর কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নেন। তাঁর ইউটিউব চ্যানেল থেকে ভিডিয়োটি মুছেও ফেলেছেন বলে খবর।

এ বিষয়ে রেল এক্স হ্যান্ডলে একটি বিবৃতি জারি করে লিখেছে, “ঝাঁসি স্টেশনে ট্রেনে স্নানের ভিডিয়ো তৈরি করা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। রিল তৈরি করে জনপ্রিয়তা অর্জনের জন্য এই ধরনের কাজ করার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ ‘ওকপ্যান্ডেমিক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। আড়াই হাজার নেটাগরিক সেই ভিডিয়োয় লাইক দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন