Bizarre Incident

তিন বার ‘মৃত্যু’ ও ‘মৃত্যু-পরবর্তী অভিজ্ঞতা’, প্রতি বার ‘আত্মা ফিরিয়ে দিয়ে যান দেবদূত’! মহিলার অদ্ভুত দাবি ঘিরে হাসির রোল

নর্মা দাবি করেছেন, প্রথম বার তাঁর ‘মৃত্যু’ হয়েছিল ২০ বছর বয়সে। কাজ করতে যাওয়ার সময় পড়ে যান তিনি। তাঁর হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:৩৯
American Woman’s bizarre claim about death and afterlife shocks everyone

—প্রতীকী ছবি।

যুগের পর যুগ ধরে মানুষ মৃত্যুকে বোঝার এবং জয় করার চেষ্টা করে আসছে। কিন্তু মৃত্যুর পর কী ঘটে? পরকাল এবং আত্মা সম্পর্কে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। তবে তিন বার সেই অভিজ্ঞতা ‘অর্জন’ করেছেন বলে দাবি এক মহিলার। তাঁর দাবি, তিন বার মৃত্যু হয়েছে তাঁর। আর প্রতি বারই মৃত্যু পরবর্তী অভিজ্ঞতা লাভ করে আবার বেঁচে উঠেছেন তিনি!

Advertisement

সেই দাবি করেছেন, আমেরিকার মেরিল্যান্ডের ৮০ বছর বয়সি বৃদ্ধা নর্মা এডওয়ার্ডস। নর্মার দাবি, তাঁকে এক বার নয়, তিন বার মৃত বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রতি বারই তিনি বেঁচে ফিরেছেন। আর বাঁচা-মরার মাঝের সময় তিনি মৃত্যু পরবর্তী অভিজ্ঞতাও অর্জন করেছিলেন, যা তাঁকে হতবাক করেছিল।

নর্মা দাবি করেছেন, প্রথম বার তাঁর ‘মৃত্যু’ হয়েছিল ২০ বছর বয়সে। কাজ করতে যাওয়ার সময় পড়ে যান তিনি। তাঁর হৃদ্‌যন্ত্র বিকল হয়ে যায়। এর পর তাঁর জ্ঞান ফেরে হাসপাতালে। কিন্তু তখন তাঁর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। নিথর দেহ দেখে ভয় পেয়ে যান তিনি। নর্মা জানিয়েছেন, এর পর তাঁর ‘আত্মা’ অবিশ্বাস্য গতিতে একটি অন্ধকার সুড়ঙ্গে প্রবেশ করে এবং একটি উজ্জ্বল আলোর সামনে গিয়ে পৌঁছোয়। একটি বিশাল পর্দাও দেখতে পান। দেখতে পান মৃতা কাকিমাকে। কথাও বলেন। কিন্তু হঠাৎ করেই আবার শরীরে ফেরে তাঁর আত্মা। ব্যথা-বেদনাও বৃদ্ধি পায়।

নর্মা দাবি করেছেন, মৃত্যুর ঘর থেকে ফেরার পর তাঁর ইন্দ্রিয়গুলি অস্বাভাবিক ভাবে তীক্ষ্ণ হয়ে উঠেছিল। মানুষের দেহের ভিতরে এবং বাইরে দেখতে পেতেন তিনি। এ-ও জানিয়েছেন, ২০২৪ সালেও তাঁর দ্বিতীয় এবং তৃতীয় বার মৃত্যু হয়। দ্বিতীয় বার হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁকে আবার মৃত ঘোষণা করা হয়। আত্মাও শরীর ছাড়ে। কিন্তু পরে এক জন দেবদূত আবার তাঁকে শরীরে ফিরিয়ে দিয়ে যায়। তৃতীয় বারও তাই হয়।

বৃদ্ধা নর্মার দাবি, দেবদূত তাঁকে বলেছিলেন পৃথিবীতে তাঁর উদ্দেশ্য পূরণ হয়নি বলেই বার বার তাঁকে ফেরত পাঠানো হচ্ছে। বর্তমানে তিনি মানুষের মধ্যে মৃত্যুভয় কাটানোর কাজ করেন বলেই দাবি করেছেন নর্মা। যদিও তাঁর অধিকাংশ দাবিকেই বুজরুকি বলে উড়িয়ে দিয়েছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন