Viral Video

রাতের শহরে টহল বিশাল সিংহীর, স্রেফ শুঁকে ছেড়ে দিল ঘুমন্ত আশ্রয়হীনকে! কৃত্রিম মেধায় তৈরি ভিডিয়ো বলল নেটপাড়া

এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি প্রথমে দেখলে শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত নামতে বাধ্য। সিংহীটি রাস্তা দিয়ে হেঁটে এসে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে পরীক্ষা করে চলে যায়। কোনও আক্রমণের পথে হাঁটেনি পশুটি। সিংহীর অপ্রত্যাশিত আচরণ দেখে অনেকেই অবাক হয়ে যান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৫ ১৩:৫২
AI Video of a lion was roaming across a city

ছবি: সংগৃহীত।

জনমানবহীন, শুনশান রাস্তা। গভীর রাতে শহরে টহল দিতে দেখা গেল বিশাল এক সিংহীকে। ফাঁকা রাস্তার মাঝে শুয়ে ছিলেন এক আশ্রয়হীন ব্যক্তি। তাঁর দিকে এগিয়ে গেল হিংস্র শ্বাপদটি। ঘুমন্ত লোকটির কাছে গিয়ে তাঁকে শুঁকে ফিরতি পথে হাঁটা লাগাল বনের রানি। এমনই একটি হাড়হিম করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে শোরগোল পড়ে গিয়েছে নেটাগরিকদের মধ্যে। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দৃশ্যটি। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে নিয়ে কোনও সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি। ভিডিয়ো দেখে মোটামুটি স্পষ্ট যে, সেটি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম মেধা দিয়ে তৈরি। ভিডিয়োটি দেখে অধিকাংশ নেটাগরিকই মনে করছেন, ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

‘তাজা তমাচা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি প্রথমে দেখলে শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত নামতে বাধ্য। সিংহীটি রাস্তা দিয়ে হেঁটে এসে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে পরীক্ষা করে চলে যায়। কোনও আক্রমণের পথ হাঁটেনি পশুটি। সিংহের অপ্রত্যাশিত আচরণ দেখে অনেকেই অবাক হয়ে যান। সেই ঘটনা দেখে দ্বিধাবিভক্ত সমাজমাধ্যম। তবে ভিডিয়োটি ভাল করে লক্ষ করলেই বোঝা যাবে যে সেটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। অন্তত তেমনটাই দাবি করেছেন নেটাগরিকদের একটা বড় অংশ।

ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এআই দিয়ে তৈরি করা সত্ত্বেও ভিডিয়োটি দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ বার দেখা হয়েছে। সা়ড়ে ছ’হাজারের বেশি মানুষ ভিডিয়োটি পছন্দ করেছেন। মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে নেটমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন