Bizarre Incident

চাকরির বাজারে প্রতিযোগিতা, গ্রাহকদের অদ্ভুত আবদার পূরণ করার ‘সহজ’ পথ বেছে নিয়ে কোটিতে আয় তরুণীর!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুষ্টু ওয়েবসাইটে রুবির যাত্রা শুরু হয়েছিল করোনা অতিমারির সময়। সেই সময় তাঁর প্রেমিক তাঁকে ছেড়ে চলে যান। আর্থিক সঙ্কটের মুখে পড়েন তিনি। তখনই এক জনের পরামর্শে ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ০৯:১৬
Australian woman became rich by fulfilling bizarre requests from online

ছবি: সংগৃহীত।

চাকরির বাজারে ভারী প্রতিযোগিতা। তাই উপার্জনের জন্য অন্য এবং ‘সহজ’ পথ বেছে নিয়েছিলেন তিনি। আর সেই পথেই কোটিতে উপার্জন করছেন রুবি ড্রু। ২০ বছর বয়সি অস্ট্রেলীয় তরুণী ইতিমধ্যেই কয়েক কোটি টাকার মালিক। কিন্তু কী করেন তিনি? সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রুবি দুষ্টু ওয়েবসাইটের বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর)।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুষ্টু ওয়েবসাইটে রুবির যাত্রা শুরু হয়েছিল করোনা অতিমারির সময়। সেই সময় তাঁর প্রেমিক তাঁকে ছেড়ে চলে যান। আর্থিক সঙ্কটের মুখে পড়েন তিনি। তখনই এক জনের পরামর্শে ওই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলেন। তাঁর তৈরি ছোট কন্টেন্টগুলি জনপ্রিয়তা পেতে আরম্ভ করলে তিনি আরও আয় করতে উঠেপড়ে লাগেন। উপার্জনও বাড়তে থাকে।

রুবি জানিয়েছেন, কয়েক জন গ্রাহক ব্যক্তিগত ভিডিয়ো তৈরির জন্য তাঁকে প্রচুর অর্থ দেন। তবে সেই গ্রাহকদের অদ্ভুত কিছু আবদার থাকে। রুবির দাবি, তাঁর কয়েক জন গ্রাহক ভিডিয়োয় মোজা পরে নাচতে, তাঁদের নাম ধরে চিৎকার করতে, এমনকি তাঁদের অপমান করারও আবদার জানান। বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দেন। দুষ্টু তারকার দাবি, তাঁর প্রাক্তন প্রেমিকও এক বার তাঁর নাম উল্লেখ করে ভিডিয়ো তৈরির জন্য তাঁকে অনেক টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

যদিও রুবি জানিয়েছেন, গ্রাহকদের বেশ কিছু আবদারের কারণে তাঁকে মাঝেমধ্যে অস্বস্তিতেও পড়তে হয়। অনেককে প্রত্যাখ্যানও করেন তিনি। দুষ্টু ওয়েবসাইটে ভিডিয়ো তৈরি করলেও গ্রাহকদের সঙ্গে তিনি সীমানা বজায় রাখতে সক্ষম হয়েছেন বলেও দাবি করেছেন রুবি। দুষ্টু তারকা জানিয়েছেন, গত এক বছরে ৯ কোটি টাকারও বেশি আয় করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন