Viral Video

অন্ধকার গুহায় ঢুকেছিলেন সাইকেলে চেপে, আতঙ্কিত হলেন পিছন ফিরতেই! চেষ্টা করলেন পালানোর, কী দেখলেন?

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সংকীর্ণ গুহার বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর সামনে আরও কয়েক জন সাইকেল আরোহী রয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ সাইকেল দাঁড় করিয়ে গুহার সামনে বিশ্রাম নিচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ০৭:৫৮
Video of cyclist goes under cave, shocked after turned back

ছবি: ইনস্টাগ্রাম।

কোনও কিছু না ভেবেই সাইকেল চালিয়ে ঢুকে পড়েছিলেন অন্ধকার গুহায়। সম্বল বলতে ছিল একটি টর্চ। তবে গুহার ভিতরে অনেক দূর চলে যাওয়ার পর সাইকেল আরোহী ওই তরুণের সঙ্গে যা হল, তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। অনেকে ভয়ও পেয়েছেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সংকীর্ণ গুহার বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। তাঁর সামনে আরও কয়েক জন সাইকেল আরোহী রয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ সাইকেল দাঁড় করিয়ে গুহার সামনে বিশ্রাম নিচ্ছেন। এমন সময় ওই তরুণ সকলকে হাঁক গিয়ে সাইকেল নিয়ে সোজা গুহায় ঢুকে যান। নিকষ অন্ধকার সেই গুহার রাস্তা ধরে সাইকেল চালিয়ে এগিয়ে যেতে থাকেন তরুণ। অন্ধকার কেটে দেয় তাঁর টর্চের আলো। বেশ কিছু ক্ষণ এগিয়ে ওই তরুণ দেখেন গুহার রাস্তা বন্ধ। খানিকটা অস্বস্তিতে পড়ে বন্ধুদের ডাক দেন তিনি। পিছনে ফিরেও তাকান। কিন্তু তাঁর চোখে অন্ধকার ছাড়া কিছু ধরা পড়ে না। এর পর ঘাবড়ে গিয়ে তড়িঘড়ি সাইকেল ঘুরিয়ে গুহা থেকে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু সাইকেল ঘোরাতে গিয়েও বাধার সম্মুখীন হয়। গুহার সরু গলিতে সাইকেল ঘোরানোর সময় সাইকেলটি দেওয়ালে আটকে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘_.মাতি_.১৭_’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ছ’লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ। নেটাগরিকদের কেউ কেউ আবার দাবি করেছেন, ভিডিয়োয় তরুণের পিছনে একটি ছায়া দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন তাঁরা। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মনে হয় ভয় পেয়েছিল বা অজানা আতঙ্ক গ্রাস করেছিল তরুণকে। আর তার জন্যই উনি পালানোর চেষ্টা করলেন।’’

Advertisement
আরও পড়ুন