Viral Video

নদীতে সাঁতরে যাওয়া বাঘকে লাঠির খোঁচা, লেজ ধরে টানার চেষ্টা! রেগে তেড়ে এল শার্দুল, তার পর...

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টিএমআর_হাবি৩’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই পোস্টে দাবি করা হয়েছে ভিডিয়োটি বাংলাদেশের। তবে ভিডিয়ো দেখে তা নিশ্চিত করা যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৮:৩২
Video shows some people trying to poke a tiger in the river

ছবি: ইনস্টাগ্রাম।

নদী দিয়ে সাঁতরে যাচ্ছিল বাঘ! মাঝপথে আটকাল একদল মাঝি। তার লেজ টেনে তাকে উত্ত্যক্ত করার চেষ্টাও করল। তবে বাঘটি তেড়ে আসতেই বন্ধ হল জারিজুরি। শার্দুলকে ছেড়ে সেখান থেকে নৌকা নিয়ে পালিয়ে গেল মাঝির দল। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘টিএমআর_হাবি৩’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেই পোস্টে দাবি করা হয়েছে ভিডিয়োটি বাংলাদেশের। তবে ভিডিয়ো দেখে তা নিশ্চিত করা যায়নি। ভিডিয়োয় দেখা গিয়েছে, সাঁতার কেটে নদী পার হচ্ছে একটি বাঘ। হঠাৎ দু’টি নৌকায় করে একদল মাঝি সেখানে পৌঁছোন। বাঘটিকে দেখেই উৎফুল্ল হয়ে ওঠেন তাঁরা। বিভিন্ন সুরে বাঘটিকে ডাকতে থাকেন। নৌকা বাঘের কাছাকাছি গেলে এক জন একটি লাঠি নিয়ে খোঁচাতেও শুরু করেন বাঘটির লেজে। তবে এর পর রেগে যায় বাঘটি। সে মাঝিদের দিকে তেড়ে এলে লাঠি দিয়ে তাকে সরিয়ে দেন এক জন। এ বার নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যান তাঁরা। সেই ভি়ডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন। বাঘটিকে উত্ত্যক্ত করার জন্য ওই মাঝিদের সমালোচনা করেও সরব হয়েছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন