—প্রতীকী ছবি।
গন্তব্যে পৌঁছোনোর জন্য তড়িঘড়ি করে অনলাইনে ক্যাব বুক করলেন তরুণী। সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনে ভেসে উঠল গাড়ির চালকের নাম এবং ছবি। চালকের মুখের সঙ্গে তিনি এক পরিচিতের মিল পেয়েছেন বলে মনে মনে হেসেও ফেলেন তরুণী। দেরি না করে চটজলদি গাড়িতে উঠে পড়েন। কিন্তু গাড়িতে উঠে চালকের দিকে তাকাতেই চমকে গেলেন। এই ব্যক্তি যে সত্যিই তাঁর পরিচিত! তরুণীর অফিসের বস্ তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে। পেশাগত সূত্রে বেঙ্গালুরুতে থাকেন এক তরুণী। বাইরে যাবেন বলে অনলাইনে ক্যাব বুক করেছিলেন । কিছু ক্ষণ পর তরুণীর মোবাইলের স্ক্রিনে গাড়ির চালকের পরিচয় এবং ছবি ভেসে ওঠে। চালকের ছবি দেখে মনে মনে হেসে ওঠেন তরুণী। তরুণী যে অফিসে চাকরি করেন সেখানকার ‘টিম লিড’ তিনি। এমনকি, গাড়ির চালক এবং বসের নামও একই। কিন্তু এ কী করে সম্ভব!
কাকতালীয় ঘটনা ভেবে মনে মনে হেসে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লেন তরুণী। গাড়িতে উঠে চালকের আসনের দিকে তাকাতেই চমকে গেলেন তিনি। এ যে সত্যিই তাঁর বস্! তবে কি তিনি কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন?
চাকরির পাশাপাশি হঠাৎ গাড়ি কেন চালাতে হচ্ছে তা বসকে জিজ্ঞাসা করেন তরুণী। জুনিয়র কর্মীর প্রশ্নের উত্তর শুনে তরুণ বলেন, ‘‘আমার টাকাপয়সার কোনও অভাব নেই। অবসর সময়ে কী করব বুঝতে পারি না। তাই গাড়ি চালিয়ে ঘুরে বেড়াই। বাড়তি উপার্জনও হয়ে যায়। সব মিলিয়ে মন্দ হয় না। মজাই লাগে।’’