Bizarre Leave Application

‘আমি চলে যাচ্ছি’, মহিলা কর্মীর পাঠানো ইমেল পেয়ে হৃৎস্পন্দন বন্ধ হওয়ার জোগাড় বসের, পরে ফেটে পড়লেন হাসিতে

লিঙ্কডইনে ‘সৌম্য গর্গ’ নামে অ্যাকাউন্ট এই পোস্টটি শেয়ার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে গর্গ লিখেছেন, ‘‘ইমেলের বিষয়বস্তু পড়ার সঙ্গে সঙ্গে আমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল।’’ সেই পোস্ট ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১১:৫১
Boss shocked after getting bizarre email from female colleague

—প্রতীকী ছবি।

কর্পোরেট সংস্কৃতিতে ইমেল সাধারণত কাজ সংক্রান্ত, নয়তো কোনও ঘোষণা বা বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু সম্প্রতি এক কর্পোরেট কর্মী তাঁর বস্‌কে ছুটির আবেদন জানাতে যে ভাষায় ইমেল পাঠিয়েছেন, তা প্রকাশ্যে আসার পরেই নেটমাধ্যমে হাসির রোল উঠেছে। ওই কর্মী ইমেলে কী লিখেছিলেন তা প্রকাশ্যে এনেছেন সংস্থার প্রতিষ্ঠাতাই। চাকরি সংক্রান্ত সমাজমাধ্যম লিঙ্কডইনে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।

Advertisement

ওই সংস্থার মালিক জানিয়েছেন, কর্মী তাঁকে ইমেল পাঠিয়ে লিখেছিলেন, ‘‘আমি চলে যাচ্ছি।’’ কর্মীর থেকে ইমেল মারফত সংক্ষিপ্ত সেই বার্তা পেয়ে ঘাবড়ে যান তিনি। এক মুহূর্তের জন্য তাঁর মনে হয়েছিল যে, কর্মী হয়তো সংস্থা ছাড়ার কথা বলে ওই ইমেল পাঠিয়েছেন। পরে পুরো ইমেল পড়ে হাসিতে ফেটে পড়েন তিনি। কী লেখা ছিল সেই ইমেলে? সংস্থার মালিক জানিয়েছেন, কৃতিকা নামে ওই কর্মী আসলে পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য ছুটি চেয়ে সেই ইমেল করেছিলেন। ইমেলের শেষে লেখা ছিল, ‘‘ধন্যবাদ মিষ্টি বন্ধুরা।’’

লিঙ্কডইনে ‘সৌম্য গর্গ’ নামে অ্যাকাউন্ট এই পোস্টটি শেয়ার করা হয়েছে। পোস্টের ক্যাপশনে গর্গ লিখেছেন, ‘‘ইমেলের বিষয়বস্তু পড়ার সঙ্গে সঙ্গে আমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল।’’ সেই পোস্ট ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। পোস্টটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার কর্মক্ষেত্রের নীতিমালা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে সংস্থার মালিককে পরামর্শ দিয়ে বলেছেন, ‘‘এই ধরনের কর্মীদের মাথায় তোলার দরকার নেই।’’

Advertisement
আরও পড়ুন