Bizarre

মুহূর্ত চুরি করলেন বরের বন্ধুর প্রেমিকা! নববধূকে ছেড়ে অতিথিরা মাতলেন তাঁকে নিয়েই, রাগে ফুঁসতে থাকলেন পাত্রী

জীবনের এই বিশেষ দিনটির স্মৃতিচারণ করলেই মনখারাপ হয়ে যায় তরুণীর। কারণ, তাঁকে নিয়ে নাকি কেউ ব্যস্তই ছিলেন না। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির নজর ছিল অন্য তরুণীর প্রতি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ০৭:৩৬

—প্রতীকী ছবি।

জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন নববধূ। এই বিশেষ দিনে তো ‘স্পটলাইট’-এ তাঁরই থাকার কথা। কিন্তু তাঁর বিশেষ মুহূর্ত ‘চুরি’ করে ফেললেন পাত্রের বন্ধুর প্রেমিকা। নববধূকে ছেড়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলে সেই তরুণীকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। এমনকি, নববধূর বিশেষ মুহূর্তের ছবি এবং ভিডিয়ো তোলার জন্য যে আলোকচিত্রশিল্পীদের নিয়ে আসা হয়েছিল, তাঁরাও নতুন বৌকে পাশ কাটিয়ে চলে গেলেন সেই তরুণীর দিকে। তা দেখে রাগে ফুঁসতে শুরু করলেন নববধূ। তাঁর জীবনের বিশেষ দিনটি নষ্ট করে দেওয়ার জন্য মনে মনে সেই তরুণীকেই দোষারোপ করতে লাগলেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি বিয়ে হয়েছে জেসিকার (নাম পরিবর্তিত)। কিন্তু জীবনের এই বিশেষ দিনটির স্মৃতিচারণ করলেই মনখারাপ হয়ে যায় তাঁর। কারণ, তাঁকে নিয়ে নাকি কেউ ব্যস্তই ছিলেন না। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথির নজর ছিল অন্য তরুণীর প্রতি। তা নিয়ে ক্ষুব্ধ নববধূ।

জেসিকা জানান যে, বিয়ের পর প্রথা অনুযায়ী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দিকে ফুলের তোড়া ছুড়ছিলেন তিনি। ঠিক সেই সময় তাঁর স্বামীর বন্ধুর প্রেমিকা চিৎকার করে ওঠেন। বন্ধুর বিয়ের অনুষ্ঠানে প্রেমিকাকে নিয়ে গিয়েছিলেন এক তরুণ।

সেখানে গিয়ে যে তিনিই চমক পাবেন তা কল্পনা করতে পারেননি পাত্রের বন্ধু। আসলে, সেই তরুণকে বিয়ের প্রস্তাব দেবেন বলে ঠিক করে ফেলেছিলেন তাঁর প্রেমিকা। নববধূ যখন ফুলের তোড়া ছুড়ছিলেন, তখনই প্রেমিকের সামনে হাঁটু মুড়ে বসে পড়েন সেই তরুণী। মনের মানুষকে বিয়ের প্রস্তাব দেন তিনি। সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হন সেই যুগল।

জেসিকার দাবি, ওই তরুণী অন্য কোনও দিনে তাঁর প্রেমিককে বিয়ের প্রস্তাব দিতে পারতেন। তাঁর বিয়ের দিন এ ভাবে সকলের নজর কেড়ে ঘোর অপরাধ করে ফেলেছেন সেই তরুণী। জেসিকা জানান, সেই তরুণীকে নিয়েই সকলে ব্যস্ত হয়ে পড়েন।

অতিথিরা সেই যুগলকে আশীর্বাদে ভরিয়ে দেন। এমনকি, অনুষ্ঠানে উপস্থিত আলোকচিত্রশিল্পীরাও সেই যুগলের ছবি তুলতে আরম্ভ করেন। তাঁর বিয়ের অনুষ্ঠানে তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়েছিলেন তা ভাবলেই মনখারাপ হয়ে যায় জেসিকার।

Advertisement
আরও পড়ুন