ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কোনও মঞ্চ নেই। মাথার উপর খোলা আকাশ। সেই আকাশে চোখে অফুরান স্বপ্ন নিয়ে ‘উড়লেন’ তরুণী। সাধারণত কোনও অনুষ্ঠান অথবা নাইটক্লাবে গান বাজিয়ে উপার্জন করেন তিনি। তরুণী পেশায় ডিজে। মুম্বইয়ে থাকেন। কিন্তু গানবাজনার ক্ষেত্রে তিনি সব সীমানাই অতিক্রম করতে চান। আকাশ ছুঁতে চান তিনি। তরুণীর স্বপ্ন, মাঝ-আকাশে একটি সেট পারফর্ম করবেন।
স্বপ্নপূরণের জন্য সমস্ত পরিকল্পনাও করে ফেলেন তিনি। ১০ হাজার ফুট উঁচুতে উড়তে উড়তে পারফর্ম করলেন সেই তরুণী। তাঁর দাবি, ভারতের প্রথম মহিলা ডিজে হিসাবে প্যারাগ্লাইডিং করতে করতে পারফর্ম করে ইতিহাস গড়লেন তিনি। সমাজমাধ্যমের পাতায় সেই সংক্রান্ত কয়েকটি ভিডিয়োও পোস্ট করেছেন তরুণী।
অগস্ট মাসের গোড়ার দিকে নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি পোস্ট করে তরুণী জানান যে, তিনি মাঝ-আকাশে পারফর্ম করে ভারতের প্রথম মহিলা ডিজে হিসাবে নজির গড়তে চলেছেন। তার পরের ভিডিয়োগুলিতে দেখা যায় যে, ওই তরুণী সমস্ত যন্ত্রপাতি বুকের কাছে বেঁধে প্যারাগ্লাইডিং করছেন।
তার পর ১০ হাজার ফুট উঁচুতে পৌঁছে পারফর্ম করতে শুরু করেন তিনি। আগে থেকে কিছু গান রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন তরুণী। সেই সেটটিই পারফর্ম করলেন তিনি। তরুণী ডিজের এই কাণ্ড দেখে প্রশংসার ঝড় বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শিল্প নিয়ে উন্মাদনা না থাকলে এই ধরনের ভাবনা আসে না। আপনাকে অনেক অভিনন্দন।’’