Viral Video

সমুদ্রসৈকতে খোলস উল্টে পড়েছিল কচ্ছপ! বালি সরিয়ে পরিবারের কাছে ছেড়ে দিল দুই তরুণ পর্যটক, মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

দুই তরুণ অতি সাবধানে বালি সরিয়ে সেখান থেকে একটি কচ্ছপকে উদ্ধার করছেন। কচ্ছপটিকে সোজা করে বসিয়ে তাকে ধীরে ধীরে সমুদ্রের তীরে নিয়ে যান তাঁরা এবং জলে ছেড়ে দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ০৯:১৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পরিবারের সঙ্গে সমুদ্রসৈকতের ধারে সাঁতার কাটছিল একটি মস্ত বড় কচ্ছপ। সাঁতার কাটতে কাটতে বালির উপর উঠে যায় কচ্ছপটি। টাল সামলাতে না পেরে স্রোতের জোরে খোলস উল্টে পড়ে যায় সে। তার পর শত চেষ্টা করেও সোজা হয়ে বসতে পারছিল না কচ্ছপটি। তার পরিবারের অন্য সদস্যেরা সমুদ্রসৈকতের কাছাকাছি থাকলেও সাহায্য করতে পারছিল না।

Advertisement

সেই সময় কচ্ছপটির কাছে দৌড়ে যান দুই তরুণ পর্যটক। কচ্ছপটিকে সোজা করে তাকে আবার সমুদ্র পর্যন্ত ছেড়ে দেন দু’জনে।। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণ অতি সাবধানে বালি সরিয়ে সেখান থেকে একটি কচ্ছপকে উদ্ধার করছেন। কচ্ছপটিকে সোজা করে বসিয়ে তাকে ধীরে ধীরে সমুদ্রের তীরে নিয়ে যান তাঁরা এবং কচ্ছপটিকে জলে ছেড়ে দেন।

কচ্ছপটি সমুদ্রে পৌঁছোনোর সঙ্গে সঙ্গেই সাঁতার কাটতে শুরু করে। সেখানে তার পরিবারের অন্য সদস্যেরা তার জন্য অপেক্ষা করছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কচ্ছপটি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ওই দুই তরুণের মানবিকতার প্রশংসা করেছেন নেটাগরিকদের অধিকাংশ।

Advertisement
আরও পড়ুন