Viral Video

‘নাসপাতিটি আমি খাব পেড়ে’! থাবা দিয়ে ফল পাড়ার মরিয়া চেষ্টায় বুলডগ, মজার ভিডিয়ো ভাইরাল

বুলডগ প্রজাতির একটি কুকুর নাসপাতির গাছ দেখে অধৈর্য হয়ে পড়েছে। ফল পাড়ার জন্য পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়েছে সে। বেড়া ধরে বার বার সামনের একটি পা এগিয়ে দিয়ে ফল পাড়ার চেষ্টা করছে বুলডগটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১১:১৬

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বেড়ার ওপারে রয়েছে নাসপাতির গাছ। হাত, থুড়ি পা বাড়ালেই তো নাগাল পাওয়া যাবে। সেই আশায় পিছনের দু’পায়ে ভর দিয়ে বেড়া ধরে দাঁড়িয়ে পড়ল বুলডগ। গাছের উপর থাবা মেরে ক্রমাগত ফল পাড়ার চেষ্টা চালাতে লাগল সে। মাঝেমধ্যে নাসপাতির গায়ে কামড় বসানোর আশা নিয়ে হাওয়ায় কামড় বসিয়ে ফেলছিল বুলডগটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ট্রেভিনোস_বুলডগ্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বুলডগ প্রজাতির একটি কুকুর নাসপাতির গাছ দেখে অধৈর্য হয়ে পড়েছে। ফল পাড়ার জন্য পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়েছে সে। বেড়া ধরে বার বার সামনের একটি পা এগিয়ে দিয়ে ফল পাড়ার চেষ্টা করছে বুলডগটি।

মুখ বাড়িয়ে গাছ থেকে নাসপাতি পাড়ার প্রবল প্রয়াস চালাল সে। কিন্তু শত চেষ্টা করেও সফল হল না কুকুরটি। শেষমেশ হার মেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিভ বার করে মুখ চাটতে লাগল পেটুক বুলডগটি। ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমের পাতায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘আহা রে! বেচারা নাসপাতিটাকে নাগালের মধ্যে পাবে ভেবেছিল। আশাভঙ্গ হয়ে গেল।’’

Advertisement
আরও পড়ুন