Bizarre

‘বাবু, এক দিনের জন্য হলেও দেখা করে যা’! ভিন্‌রাজ্যে কর্মরত ছেলের জন্য হোয়াট্‌সঅ্যাপে কাতর আকুতি বাবার

কর্মসূত্রে ভিন্‌রাজ্যে কর্মরত রয়েছেন তরুণ। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। সাধারণত কাজ ছাড়া বাবার সঙ্গে কোনও কথাই হয় না। সেই ছেলেকেই আবেগঘন মেসেজ পাঠালেন বাবা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১২:৪৩

—প্রতীকী ছবি।

চাকরিসূত্রে ছেলে গিয়েছেন অন্য রাজ্যে। আগে সারা দিন চোখের সামনে দেখতে পেতেন। এখন কথা বলার জন্যও সময় ঠিক করতে হয়। ছেলের কথা ভেবে মন উতলা হয়ে উঠল প্রৌঢ়ের। তাই মনখারাপ করে ছেলেকে সন্ধ্যাবেলায় মেসেজ পাঠালেন বাবা। অন্তত এক দিনের জন্যও যেন তাঁর সঙ্গে দেখা করতে আসেন, ছেলের কাছে এই অনুরোধ করে বসলেন বাবা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় চ্যাটবক্সের এমনই একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/ইন্ডিয়াসোশ্যাল’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে একটি চ্যাটের স্ক্রিনশটের ছবি রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, মেসেজগুলি হিন্দি হরফে লেখা। সন্ধ্যা ৭টা ৩ মিনিটে একটি প্রশ্ন করা হয়েছে, ‘‘বাড়ি কবে আসছিস?’’ প্রথম মেসেজের আট মিনিটের মাথায় দ্বিতীয় মেসেজ, ‘‘তোর কথা খুব মনে পড়ছে।’’ তার দু’মিনিট পরেও আরও একটি মেসেজে লেখা, ‘‘এক দিনের জন্য অন্তত দেখা করে যা।’’

স্ক্রিনশটটি পোস্ট করে নীচে লেখা রয়েছে, ২২ বছরের তরুণকে তাঁর বাবা হোয়াট্‌সঅ্যাপে এই মেসেজগুলি পাঠিয়েছেন। সাধারণত কাজ ছাড়া বাবার সঙ্গে কোনও কথাই হয় না তরুণের। বাবার আবেগে মাখা মেসেজ দেখে চিন্তা করতে শুরু করেন তিনি। এর আগে কখনও এই ভাবে তাঁর সঙ্গে কথা বলেননি তাঁর বাবা।

কর্মসূত্রে ভিন্‌রাজ্যে কর্মরত রয়েছেন তরুণ। বাবা-মায়ের একমাত্র সন্তান তিনি। এই পরিস্থিতিতে কী করবেন তা বুঝতে পারছিলেন না তিনি। পোস্টটি দেখে মনখারাপের স্রোত বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক তরুণকে পরামর্শ দিয়ে লিখেছেন, ‘‘সময় বার করে এক বার দেখা করে আসুন। আপনাদের তিন জনেরই ভাল লাগবে।’’

Advertisement
আরও পড়ুন