Viral Video

ঘাড় কামড়ে নিয়ে গিয়েছিল চিতাবাঘ, ছিঁড়েছিল খাদ্যনালি! বেঁচে গিয়ে ১০ ছানাকে দুধ খাওয়াতে ফিরল মা কুকুর

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের আরে কলোনিতে ১০টি ছানাকে নিয়ে বাস করত ওই কুকুর। কয়েক দিন আগে রাতের অন্ধকারে একটি চিতাবাঘ তাকে আক্রমণ করে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৬:১৬
Dog survive leopard attack and returns to feed children

—প্রতীকী ছবি।

রাতের অন্ধকারে ঘাড় কামড়ে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। ছিঁড়ে দিয়েছিল খাদ্যনালির একাংশ। ভয়ঙ্কর শিকারির হাত থেকে বেঁচে আহত অবস্থাতেই ছানাদের দুধ খাওয়াতে ফিরে এল মা কুকুর। হৃদয়বিদারক সেই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের আরে কলোনিতে। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের আরে কলোনিতে ১০টি ছানাকে নিয়ে বাস করত ওই মা কুকুর। কয়েক দিন আগে রাতের অন্ধকারে একটি চিতাবাঘ তাকে আক্রমণ করে। ঘাড় কামড়ে নিয়ে যায় তাকে। ভয়ঙ্কর সেই পরিস্থিতি থেকে কোনও রকম বেঁচে যায় কুকুরটি। ক্ষতবিক্ষত ঘাড়় এবং গলা নিয়ে পথ চিনে আবার ফিরে আসে ছানাদের কাছে। আহত অবস্থাতেই ছানাদের দুধ খাওয়ায় সে। সেই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এর পর স্থানীয়েরা কুকুর এবং তার ছানাদের উদ্ধার করে। কুকুরটির চিকিৎসার ব্যবস্থাও করা হয়। আপাতত সে সুস্থ রয়েছে। সাহসী সেই কুকুরটির নতুন নামকরণও করেছেন স্থানীয় বাসিন্দারা। আরে কলোনিতে মা কুকুরটি এখন পরিচিত ‘শক্তি’ নামে।

সংবাদমাধ্যমে এক অসরকারি সংস্থার প্রতিষ্ঠাতা জানিয়েছেন যে, শক্তি প্রথমে খাওয়াদাওয়ার চেষ্টা করলেও খাদ্যনালিতে ছিদ্র হয়ে যাওয়ার কারণে তার কষ্ট হচ্ছিল। পরে এক পশুচিকিৎসক তার চিকিৎসা করেন। খাদ্যনালির আঘাত এবং ঘাড়ের ক্ষতে ব্যান্ডেজ করা হয়। পরে তার অস্ত্রোপচারও হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং কুকুরটি এখন অনেকটাই সুস্থ।

Advertisement
আরও পড়ুন