Bizarre

আঁটসাঁট পোশাকে কী ভাবে কাজ করেন? ‘রহস্য’ লুকিয়ে পোশাকের নীচে, ‘গোপন’ কথা ফাঁস করলেন বিমানসেবিকা

পাউলার স্বীকারোক্তির পর সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। অনেকেই বিষয়টি মজার ছলে নিয়েছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। পাউলার রসবোধের প্রশংসাও করেছেন অনেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ০৯:০৫
Flight attendant share how she wear pajama to stay comfortable

—প্রতীকী ছবি।

বিমানে ওঠার মুহূর্ত থেকেই যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন বিমানসেবিকারা। তাঁদের নিখুঁত পোশাক, শান্ত এবং সদা হাস্যোজ্জ্বল চেহারা যাত্রীদের প্রসন্ন করে। তবে কী ভাবে নিজেদের ওই ভাবে ধরে রাখেন বিমানসেবিকারা? আঁটসাঁট পোশাকে কী ভাবে অনেক ক্ষণ কাজ করেন? কী সেই রহস্য? ফাঁস করলেন পাউলা নামে এক বিমানকর্মী। সমাজমাধ্যম টিকটকে সেই সংক্রান্ত একটি ভিডিয়োও তিনি প্রকাশ্যে এনেছেন। সেই ভিডিয়ো দেখে মজায় মেতেছেন নেটাগরিকেরা।

Advertisement

ভিডিয়োয় পাউলা দেখিয়েছেন, কী ভাবে নিখুঁত পোশাকের আড়ালে আরামদায়ক পাজামা পরে থাকেন তিনি। জানিয়েছেন, আঁটসাঁট পোশাকের নীচে পাজামা পরে থাকলে আরাম পান বলেই এমনটা করেন তিনি। তবে সকল বিমানসেবিকাই যে এমনটা করেন তা নয়।

পাউলার সেই স্বীকারোক্তির পর সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। অনেকেই বিষয়টি মজার ছলে নিয়েছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। পাউলার রসবোধের প্রশংসাও করেছেন অনেকে। এক নেটাগরিক জানিয়েছেন যে, তিনিও ওই একই জিনিস কর্মক্ষেত্রে করেন। যদিও নেটাগরিকদের অনেকে প্রশ্ন তুলেছেন, ওই রকম পোশাকের নীচে আবার একটি পাজামা পরে থাকলে তা কী ভাবে আরাম দেবে? সেই প্রশ্নের উত্তরে পাউলা জানিয়েছেন, বিমানের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র থাকার কারণে তিনি কষ্ট পান না।

Advertisement
আরও পড়ুন