Bizarre Incident

কর্মক্ষেত্রে সঙ্গমের সময়ে মৃত্যু! ‘কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনা’র জন্য ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত

চিনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকার সঙ্গে সঙ্গমরত অবস্থায় মৃত্যু হওয়া ওই নিরাপত্তারক্ষীর নাম ঝাং। বেজিঙের একটি ছোট কারখানায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ০৯:৫৫
China man died while being intimate with girlfriend in workplace, family gets compensation

—প্রতীকী ছবি।

কর্মক্ষেত্রে প্রেমিকার সঙ্গে মিলন। সঙ্গমরত অবস্থাতেই মৃত্যু হয় ৬০ বছর বয়সি এক নিরাপত্তারক্ষীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল চিনে। মামলাও দায়ের হয়েছিল ওই ঘটনার জেরে। পরে সেই ঘটনায় রায় ঘোষণা করে চিনের একটি আদালত। মামলা চলাকালীন উঠে এসেছিল যে, মৃত ওই ব্যক্তি টানা ৭ দিন কাজ করছিলেন। সাপ্তাহিক ছুটি পাননি। আদালতের পর্যবেক্ষণ, ৬০ বছর বয়সি ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে যা হয়েছে তা কর্মক্ষেত্রে কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনার শামিল। আর সে কারণেই সংস্থাকে তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

চিনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, প্রেমিকার সঙ্গে সঙ্গমরত অবস্থায় মৃত্যু হওয়া ওই নিরাপত্তারক্ষীর নাম ঝাং। বেজিঙের একটি ছোট কারখানায় নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করতেন তিনি। কোনও ছুটি ছাড়া মাঝেমধ্যেই ২৪ ঘণ্টা কাজ করতে হত তাঁকে। ২০১৪ সালের ৬ অক্টোবর কারখানার নিরাপত্তারক্ষীদের কামরায় প্রেমিকার সঙ্গে সঙ্গম করছিলেন তিনি। সঙ্গমরত অবস্থায় হঠাৎই তাঁর মৃত্যু হয়। পুলিশ পরে নিশ্চিত করে যে, স্বাভাবিক ভাবেই মৃত্যু হয়েছে ঝাংয়ের।

ঝাংয়ের মৃত্যুর এক বছর পর তাঁর ছেলে বাবার মৃত্যুর জন্য ক্ষতিপূরণ চেয়ে কারখানার মালিকের দ্বারস্থ হয়েছিলেন। তবে সংস্থার তরফে তাঁকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করা হয়। জানানো হয়, ঝাং সঙ্গম করার সময় মারা গিয়েছেন। এর সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই। তার পরেই আদালতে মামলা দায়ের করেছিলেন ঝাংয়ের পুত্র। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৬ ঝাংয়ের পরিবারের পক্ষে রায় দেয় আদালত। ২০১৭ সালে ঝাংয়ের পরিবার ক্ষতিপূরণের টাকা হাতে পেয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

Advertisement
আরও পড়ুন