Viral Video

নিখোঁজ কিশোরীকে নিয়ে খবর করতে নামলেন নদীতে, জলের তলায় সেই কিশোরীর দেহেই পা পড়ল সাংবাদিকের!

উত্তর-পূর্ব ব্রাজ়িলের বাকাবালের মেয়ারিম নদীতে সাঁতার কাটতে এসে নিখোঁজ হয়ে যায় ১৩ বছর বয়সি স্কুলপড়ুয়া এক কিশোরী। সেই ঘটনারই খবর করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন লেনিল্ডো ফ্রেজাও নামের এক সাংবাদিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১০:০৪
Journalist accidently step on missing Girl’s body while reporting about her in Brazil, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

নদীতে স্নান করতে এসে নিখোঁজ হয়ে যাওয়া কিশোরীকে নিয়ে খবর করছিলেন সাংবাদিক। একবুক জলে ক্যামেরার দিকে তাকিয়ে বিষয়টি নিয়ে কথা বলছিলেন। হঠাৎ জলের তলায় ‘কিছু একটায়’ পা পড়তেই চমকে গেলেন! এক লাফে বেরিয়ে এলেন জল থেকে। পরে দেখা গেল, যে নিখোঁজ কিশোরীর খবর করতে গিয়ে জলে নেমেছেন, জলের তলায় সেই কিশোরীর দেহের উপরেই পা তুলেছিলেন ওই সাংবাদিক। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলে। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, উত্তর-পূর্ব ব্রাজ়িলের বাকাবালের মেয়ারিম নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ১৩ বছর বয়সি স্কুলপড়ুয়া এক কিশোরী। সেই ঘটনারই খবর করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন লেনিল্ডো ফ্রেজাও নামের এক সাংবাদিক। কিশোরীকে শেষ বার যেখানে দেখা গিয়েছিল, নদীর সেই জায়গায় নেমে খবর করছিলেন তিনি। একবুক জলে নেমে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছিলেন। কিন্তু খবর করতে করতে হঠাৎই লেনিল্ডো থমকে যান। আতঙ্কে লাফিয়ে নদী থেকে বেরোনোর চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ব্রাজ়িলের ওই সাংবাদিক ‘কোনও কিছু’র উপর পা দেওয়ায় ভয় পেয়ে গিয়েছিলেন। ভিডিয়োয় তাঁকে বলতেও শোনা যায়, ‘‘ওখানে কিছু একটা আছে। আমি যাচ্ছি না। আমার ভয় লাগছে। একটা হাতের মতো দেখলাম যেন।’’

লেনিল্ডোর কথা শুনে নদীর ওই জায়গায় আবার তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সাংবাদিক নদীর যে জায়গা থেকে উঠে এসেছিলেন, সেখান থেকেই নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে পাঠানো হয় দেহটি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, মৃতার শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

ওই সাংবাদিকের জলে নেমে রিপোর্টিং করা এবং জল থেকে পড়িমড়ি বেরিয়ে আসার সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আইজ় অন দ্য গ্লোব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা।

Advertisement
আরও পড়ুন