sex scandal

বিলাসবহুল গাড়ির ভিতর সঙ্গমে লিপ্ত চিকিৎসক! ভিডিয়ো ফাঁস হতেই প্রকাশ্যে স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন তরুণ

ফেসবুকে চিকিৎসক একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে ওঙের স্ত্রীও উপস্থিত ছিলেন। সেখানে তিনি সমাজমাধ্যমে সকলের সামনে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। পরকীয়া সম্পর্কের কথা ফাঁস হওয়ার পরও তাঁর স্ত্রী যে তাঁকে ভুল বোঝেননি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওং।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৩:১৪
doctor has publicly apologized to his wife after viral cheating scandal

—প্রতীকী ছবি।

বিদেশি বিলাসবহুল গাড়ির ভিতরে প্রেমিকার সঙ্গে সঙ্গমে লিপ্ত খ্যাতনামী চিকিৎসক। সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে গিয়েছে। বিবাহিত চিকিৎসকের পরকীয়া সম্পর্কের কথা ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। বিভিন্ন সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। দায়িত্বশীল সংবাদমাধ্যম হিসাবে সেই ভিডিয়ো প্রকাশ করা থেকে বিরত রইল আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োটি পোস্ট করে দাবি করা হয়েছে, মালয়েশিয়ার চিকিৎসক ওং লু ইয়াং তাঁর বিএমডব্লিউ গাড়ির ভিতরে এক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন। এর পরই চিকিৎসকের পারিবারিক জীবনে ঝড় বয়ে গিয়েছে। ২৭ অগস্ট ওং ফেসবুকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে একটি ভিডিয়ো আপলোড করেন। সেখানে তিনি তাঁর কৃতকর্মের জন্য ভুল স্বীকার করেন। বিশেষ করে তাঁর স্ত্রীর কাছে তিনি এই নিয়ে অনুশোচনা প্রকাশ করেন।

ফেসবুকে তিনি যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে ওঙের স্ত্রীও উপস্থিত ছিলেন। সেখানে তিনি সমাজমাধ্যমের সামনে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন। পরকীয়া সম্পর্কের কথা ফাঁস হওয়ার পরও তাঁর স্ত্রী যে তাঁকে ভুল বোঝেননি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ওং। তিনি স্বীকার করেন যে, ভিডিয়োটি অনলাইনে প্রচারিত হওয়ার বিষয়টি স্ত্রীকে কষ্ট দিয়েছে। চিকিৎসকের দাবি, ভিডিয়োটি প্রকাশ্যে আনার আগে তাঁর পরিবারকে ব্ল্যাকমেলের চেষ্টাও করা হয়েছিল।

ওং জানিয়েছেন যে, তিনি এবং তাঁর পরিবার হয়রানি এবং সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। ছবি এবং ফোন নম্বর-সহ ব্যক্তিগত তথ্য সম্মতি ছাড়াই অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওং জানিয়েছেন, বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। মানহানিকর বা মিথ্যা বিষয়বস্তু ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করবেন।

Advertisement
আরও পড়ুন