(এআই সহায়তায় প্রণীত)
অচেনা তরুণের সঙ্গে প্রথম বার ডেটে গিয়েছেন তরুণী। বিলাসবহুল কোনও রেস্তরাঁয় না গিয়ে ছোটখাটো জায়গায় খেতে গিয়েছিলেন দু’জনে। কিন্তু ডেট থেকে ফেরার পর তরুণীর কাছে টাকা চাইতে শুরু করেন তরুণ। ডেটে গিয়ে খাবারের যত বিল হয়েছে, তা তরুণীর সঙ্গে ভাগাভাগি করে নিতে চান তিনি। তা শুনে খেপে যান তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি পোস্ট ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৮ বছরের তরুণী আমেরিকার বাসিন্দা। অচেনা এক তরুণের সঙ্গে প্রথম ডেটে গিয়েছিলেন তিনি। প্রথম ডেটে বিলাসবহুল কোনও রেস্তরাঁয় যাননি তাঁরা। ছোটখাটো একটি জায়গায় গিয়ে খাওয়াদাওয়া করেছিলেন দু’জনে। বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলেন তাঁরা। খাবারের বিল দেখে তরুণ নিজে থেকেই সমস্ত খরচ মিটিয়ে দিয়েছিলেন। তরুণ বিল মিটিয়ে দেওয়ায় খারাপ লাগে তরুণীর। তাই তিনি রেস্তরাঁর কর্মীকে সামান্য বখশিশ দিয়েছিলেন। ডেট থেকে ফেরার পর তরুণের সঙ্গে সাধারণ কথাবার্তাই হয় তাঁর।
AIO for feeling insulted my date Venmo-requested me $3 for half the fries?
byu/Be4rp4wt00 inAmIOverreacting
কিন্তু পরের দিন সকালে উঠে তরুণের মেসেজ দেখে রেগে যান তরুণী। প্রথম ডেটে তাঁরা যে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলেন, তার টাকা তরুণীর কাছে চাইলেন তরুণ। অ্যাপের মাধ্যমে তরুণীর কাছে ৩.২৫ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২৮৮ টাকা) চাইতে শুরু করেন তিনি। তা দেখে অবাকও হয়ে যান তরুণী।
প্রথম ডেট থেকে ফেরার পর তরুণ যে এ ভাবে সামান্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য টাকা চাইতে পারেন, তা কল্পনাও করতে পারেননি তিনি। এই প্রসঙ্গে প্রশ্ন করায় তরুণ জানান, টাকা চেয়ে কোনও অন্যায় করেননি তিনি। বরং, অন্যের সঙ্গে কোথাও খেতে গেলে খাবারের টাকা ভাগাভাগি করাই তাঁর স্বভাব।
তরুণী তো সেই টাকা দিলেনই না, বরং সেই তরুণের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তিনি। এই পোস্টটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বুদ্ধিমতীর মতো কাজ করেছেন। তরুণ টাকা চেয়ে বুঝিয়ে দিয়েছেন যে, আপনার সঙ্গের চেয়ে ২৮৮ টাকার মূল্য তাঁর কাছে বেশি।’’