ছবি: সংগৃহীত।
সম্পর্কের সন্ধানে ডেটিং অ্যাপে পাঁচ বছর আগে নিজের অ্যাকাউন্ট খুলেছিলেন তরুণ। ২০ লক্ষ তরুণীকে মনেও ধরেছিল তাঁর। কিন্তু পাঁচ বছরে মাত্র এক বার ডেটে গিয়েছেন তিনি। টানা পাঁচ বছর ধরে প্রত্যাখ্যানই পেয়েছেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় তাঁর প্রোফাইলের ছবি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ভিভিড_গুজ়_৪৩৫৮’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় তরুণের ডেটিং প্রোফাইলের স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে যে, ২৬ বছর বয়সি তরুণের নাম হেইডেন। মহিলাদের প্রতি আকৃষ্ট তিনি। ডেটিং অ্যাপে প্রোফাইলের ডান দিকে হাত চালানো অর্থাৎ ‘রাইট সোয়াইপ’ করার অর্থ সেই মানুষটির প্রতি আগ্রহ দেখানো। বাঁ দিকে অর্থাৎ ‘লেফ্ট সোয়াইপ’ করলে সেই মানুষটিকে পছন্দের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়।
পরে যাঁদের প্রোফাইল ‘রাইট সোয়াইপ’ করেছেন, তাঁরাও যদি আপনার প্রোফাইল একই ভাবে ডান দিকে সরিয়ে থাকেন তবে দু’জনের ‘ম্যাচ’ হয়। তার পর সেই দু’জন বার্তালাপে জড়াতে পারেন। পাঁচ বছর আগে ডেটিং অ্যাপে নিজের অ্যাকাউন্ট খোলার পর ২০ লক্ষ তরুণীকে পছন্দ হয়েছিল হেইডেনের।
A man on Tinder swiped right over 2 million times in 5 years and only managed to get one date.
byu/Vivid_Goose_4358 ininterestingasfuck
মোট ৩৮ হাজার বার বাঁ দিকে হাত চালিয়েছিলেন তিনি। কিন্তু আখেরে কোনও লাভ হয়নি তাঁর। ২০ লক্ষ তরুণীর মধ্যে মাত্র ২০৫৩ জনের সঙ্গে মিল হয় হেইডেনের। তার মধ্যে আবার সকলের সঙ্গে কথাও হয়নি তাঁর। জানা গিয়েছে, পাঁচ বছর ধরে ডেটিং অ্যাপে থাকার পর ১২৬৯ জন তরুণীর সঙ্গে কথা বলেছেন তিনি। কোনও বার্তালাপই বেশি দূর এগোয়নি। মাঝপথেই দাঁড়ি টেনে ফেলেছিলেন সকলে।
এত কাণ্ডের পর মাত্র এক বার ডেটে যেতে সফল হয়েছেন হেইডেন। তার পর সেই তরুণীর সঙ্গেও প্রেম হয়নি তাঁর। বার বার প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন দেখে তরুণকে সহানুভূতি দেখিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘হাল ছেড়ো না বন্ধু। তোমার জীবনে বসন্ত এক দিন না এক দিন ঠিকই আসবে।’’