Viral Video

ছবি তোলার এত শখ! ফোন নিয়ে কাছে যেতেই তরুণকে দেখে দাঁত খিঁচিয়ে উঠল দুই বাঁদর, মজার ভিডিয়ো ভাইরাল

ফোনের ক্যামেরা চালু করে ছবি তোলার চেষ্টা করছিলেন তরুণ। কিন্তু মনের মতো ছবি তুলতে পারছিলেন না তিনি। তাই বাঁদরের গায়ে হাত দিয়ে বসলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৫ ০৯:২১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেলিংয়ের উপর বসে এক বাঁদরের পিঠ চুলকে দিচ্ছিল অন্য একটি বাঁদর। নিজেদের মধ্যে মগ্ন ছিল তারা। হঠাৎ তাদের মধ্যে এসে পড়লেন এক তরুণ। দু’টি বাঁদরের ছবি তুলতে চান তিনি। তাই ফোনের ক্যামেরা চালু করে ছবি তোলার চেষ্টা করছিলেন। কিন্তু মনের মতো ছবি তুলতে পারছিলেন না তরুণ।

Advertisement

তাই বাঁদরের গায়ে হাত দিলেন তিনি। তরুণের আচরণে বিরক্ত হয়ে যায় বাঁদরটি। তাদের মুখের সামনে ক্যামেরা ধরতেই দাঁত খিঁচিয়ে রেগেমেগে এগিয়ে আসে বাঁদর দু’টি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আভতো_ভাকুম_উসতাসি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি বাঁদর মনের সুখে নিজেদের মতো রেলিংয়ের উপর বসে রয়েছে। তাদের ছবি তোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠলেন এক তরুণ। ফোনের ক্যামেরা চালু করে এগিয়ে গেলেন তিনি।

বাঁদরের ভাল ছবি তুলতে চান বলে তাদের গায়ে হাতও বুলিয়ে দিচ্ছিলেন তিনি। তরুণের এই আচরণে বিরক্ত হয়ে যায় বাঁদর দু’টি। দাঁত খিঁচিয়ে ক্যামেরার দিকে বার বার মুখ এগিয়ে দিতে থাকে তারা।

Advertisement
আরও পড়ুন